যশোরের শার্শায় ৩০ কেজি গাঁজাসহ মাদক সম্রাট গ্রেফতার
যশোরের শার্শায় বুধবার সকালে ৩০ কেজি ভারতীয় গাঁজাসহ মফিজুর রহমান নামে এক মাদক সম্রাটকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মফিজুর রহমান উপজেলার শিকারপুর গ্রামের ইজ্জত আলীর পুত্র।
নড়াইলে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের এক দশক পূর্তি পালিত
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা-কাশিপুর সড়কের একঝালা নামক স্থান থেকে
গোড়পাড়া পুলিশ ফাঁড়ি’র ইনচার্জ এসআই এজাজ রহমান নেতৃত্বে পুলিশ ৩০ কেজি ভারতীয় গাঁজাসহ মফিজুরকে গ্রেফতার করে।
রাজবাড়ীতে গৃহহীনদের জন্য ২০টি গৃহনির্মান কাজের উদ্বোধন
ভারত থেকে পাচার হয়ে যশোরের শার্শায় ৩০ কেজি এ মাদক দেশে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী এলাকায় মাদক সম্রাট হিসাবে পরিচিত। এ ব্যাপারে শার্শা থানায় মাদক আইনে মামলা হয়েছে।