দেশব্যাপীআইন- আদালতপরিবেশ ও সমাজশিরোনামসর্বশেষসব খবর

নবীগঞ্জে বিষ খেয়ে মাদ্রাসার শিক্ষার্থীর আত্মহত্যা

হবিগঞ্জের নবীগঞ্জে বিষ খেয়ে এক মাদ্রাসার শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।

জানাযায় শুক্রবার সকাল ১০ টার দিকে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামের সৈকত আলীর মেয়ে জনি বেগম (১৫) পরিবারের উপর

কুষ্টিয়ার মেয়েকে সাভারে পিটিয়ে হত্যা, স্বামী পলাতক

অভিমান করে ঘরের ভিতর দরজা বন্ধ করে বিষ খেয়ে আঅত্মহত্যা করে।

এসময় পরিবারের লোকজন তাকে না পেয়ে ডাকাডাকি শুরু করলে এক পর্যায়ে ঘরের ভিতর বিষ খেয়ে ছটপট করতে দেখতে পান।

নবীগঞ্জে বিষ খেয়ে এসময় দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পূর্বেই মেয়েটি মারা যায়।

সে নবীগঞ্জ উপজেলার পুর্ব তিমির পুর দারুলহিকমা মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা যায়।

নবীগঞ্জে অন্ধ ছেলের গানের টাকায় চলে সংসার

খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পরির্দশন করে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।

/ মোসেউ

The Bangla Wall
http://shopno-tv.com/
https://shopnotelevision.wixsite.com/reporters
Shopno Television
Shopno Television
http://shopno-tv.com/

হবিগঞ্জ ডিষ্ট্রিক্ট করেসপনডেন্ট

Md. Selim Uddin মোঃ সেলিম উদ্দিন গ্রাম- বাজকাশারা, ডাকঘর- নবীগঞ্জ ৩৩৭০, নবীগঞ্জ, হবিগঞ্জ মোবাইল: 01711460048 ইমেইল: selimahmedpress18gmail.com এন আইডি নাম্বার :- ৩৬১৭৭৭৩৬৭৫৫১৩। রক্তের গ্রুপ :- O, positive SSC বর্তমানে স্থানীয় দৈনিক হবিগঞ্জ সময় www.dailyshomoy.com স্টাফ রিপোর্টার, জাতীয় দৈনিক দেশের কণ্ঠ সাপ্তাহিক সময়ের সত্যের সংবাদ পত্রিকায় নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি এছাড়াও An Tv (আলোকিত নিউজ টিভি), দৈনিক পত্রিকা, দৈনিক মুক্তপ্রকাশ, জেকে টিভি'র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে বর্তমানে কাজ করছি এসএনবি নিউজ টুয়েন্টি ফোর ডট কম এর সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান হিসেবে কাজ করছি

2 thoughts on “নবীগঞ্জে বিষ খেয়ে মাদ্রাসার শিক্ষার্থীর আত্মহত্যা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *