করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ায় তুরস্কে পুনরায় কারফিউ জারি
নতুন করে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ায় তুরস্কে পুনরায় আংশিক কারফিউ ঘোষণা করা হয়েছে।
গতকাল প্রেসিডেন্ট ভবনে মন্ত্রিসভার বৈঠকের পর রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এ কথা বলেন।
গতকাল বুধবার পর্যন্ত সর্বশেষ তুরস্কে করোনায় ১১ হাজার ৭০৪ জনের মৃত্যু হয়েছে, আর এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২১ হাজার ৪১৩ জন।
উপাচার্যকে স্মারকলিপি প্রদান করল ৪র্থ বর্ষের জাবি শিক্ষার্থীরা
অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩ লাখ ৫৯ হাজার ৬৩ জন।
প্রতিনিয়ত করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে জারি করা এ কারফিউ নিয়ে দেশটির সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
কারফিউ অনুযায়ী রাত ৮ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত লোকজন দরকারী কাজ ছাড়া বাইরে বের হতে পারবে না।
করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ায় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মানুষজন চলাচল করতে পারবে; যাতে সরবরাহ ও উৎপাদনে ব্যাঘাত সৃষ্টি না হয়।
তালায় সুনাম কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
তবে ৬৫ বছরের ওপরে ব্যক্তিদের ক্ষেত্রে পুরোপুরি কারফিউ বজায় থাকবে।
এছাড়া ২০ বছরের কম তরুণদের ক্ষেত্রেও পুরোপুরি কারফিউ জারি করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট।
/ আতিকুর রহমান আতিক