আগাম জাতের শিম চাষে লাভবান নওগাঁর কৃষকরা
আগাম জাতের শিম চাষে লাভবান নওগাঁর কৃষকরা, শীত কাল মানেই নানা শাক-সবজির সমাহার।
খাদ্য উদ্বৃত্ত জেলা হিসেবে পরিচিত নওগাঁয় এবছর আগাম জাতের শিম চাষে লাভবান হয়েছেন কৃষকরা।
রংপুরে নবনির্বাচিত ৪ ইউপি চেয়ারম্যানে শপথ গ্রহণ
জেলায় চার দফায় বন্যার কারণে এবার অন্যান্য শাকসবজির আবাদ কম হলেও আগাম শিমের ফলন ভালো হয়েছে।
দামে খুশি কৃষকরাও। নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুল ওয়াদুদ জানান,
নওগাঁ জেলায় এবার মোট ৮৮২০ হেক্টর জমিতে শাক-সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছিল।
এর মধ্যে ৬৮২০ হেক্টর জমিতে শাক-সবজির আবাদ করা হয়েছে।
আর ৯১৯ হেক্টর জমিতে শিমের আবাদ করা হয়েছে। যার মধ্যে আগাম জাতের শিমের আবাদ রয়েছে ৩৫০ হেক্টর জমিতে।
নওগাঁয় ট্রাকের ধাক্কায় নিহত দুই পান ব্যবসায়ী
শিমে রোগ বালাই কম থাকায় ভাল দাম পেয়েছে কৃষকরা।
আগামীতে এই জেলায় শিমের আবাদ আরও বাড়বে বলে আশা ব্যক্ত করেন এই কর্মকর্তা।
Pingback: নানা আয়োজনে পালিত হবে ৪২তম ইবি দিবস - দ্যা বাংলা ওয়াল