জাবি অধ্যাপক হিমেল বরকত মারা গেলেন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবি বাংলা বিভাগের অধ্যাপক ও কবি হিমেল বরকত হৃদরোগে আক্রান্ত হয়ে আজ রবিবার সকালে মৃত্যুবরণ করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।
বেনাপোল বন্দরের সাবেক শ্রমিক নেতার ওপর হামলার চেস্টা
খ্যাতিমান কবি, প্রাবন্ধিক ও গবেষক হিমেল বরকত ১৯৭৮ সালের ১লা অক্টোবর জন্মগ্রহণ করেন।
তিনি একই সাথে জাহাঙ্গীরনগর জাবির বাংলা বিভাগের ছাত্র ছিলেন পরবর্তীতে একই বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন।
এর আগে গত শনিবার সকালে অনলাইনে ক্লাস নেয়ার সময় তার হার্ট অ্যাটাক হয়।
রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করার পর তিনি রবিবার সকালে মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য অধ্যাপক হিমেল বরকত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ছোট ভাই।
তাঁর রচিত কয়েকটি কাব্যগ্রন্থ হলো-‘চোখে ও চৌদিকে’,‘দশমাতৃক দৃশ্যাবলি’ ইত্যাদি।
এছাড়া জাবি অধ্যাপক হিমেল তাঁর সম্পাদনায় ‘আদিবাসী কাব্যসমগ্র’, ‘চন্দ্রাবতীর রামায়ণ’ ও ‘প্রাসঙ্গিক পাঠ’ প্রকাশিত হয়।
আজ বিকেলে জনপ্রিয় এই শিক্ষককে নেয়া হয় তাঁর প্রিয় ক্যাম্পাস জাহাঙ্গীরনগরে।
বেনাপোলে রাজস্ব ফাঁকির অভিযোগে ৮টি লাইসেন্স স্থগিত
সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর মরদেহ নিয়ে গ্রামের বাড়ি বাগেরহাটের মোংলার মিঠাখালী গ্রামে রওনা হন স্বজনরা।
সেখানেই পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।
/ আতিকুর রহমান আতিক
Pingback: নিরপেক্ষতা মুক্ত জ্ঞানচর্চা ও গবেষণার উর্বর ক্ষেত্র হবে ইবি - দ্যা বাংলা ওয়াল