আন্তর্জাতিকশিরোনামসব খবরসর্বশেষ

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ। পুনরায় বিশ্বের এক নাম্বার ধনী হিসেবে নিজের অবস্থান দখল রেখেছেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।

তবে পরিবর্তন ঘটেছে দ্বিতীয় অবস্থানের।

এতদিন দ্বিতীয় অবস্থানে থাকা মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেন টেসলা প্রধান ইলন মাস্ক।

ফুটবল টুর্নামেন্টে জামতলা টিএস স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন

ফলে বিশ্বের ধনীর তালিকায় এখন তৃতীয় অবস্থানে রয়েছেন বিল গেটস।

আজ বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করেছে ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স।এবছর ব্লুমবার্গ মোট সম্পত্তির বিচারে বিশ্বের ৫০০ ধনী ব্যক্তির তালিকা প্রকাশ করে ।

বছরের শুরুতে জানুয়ারি মাসে ইলন মাস্ক ছিলেন ৩৫তম স্থানে।

আর সেখান থেকে গত সেপ্টেম্বর মাসে তিনি পেছনে ফেলেন ফেসবুক প্রতিষ্ঠাতাকে।

শার্শায় কৃষক কৃষানীদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ

এরই ধারাবাহিকতায় নভেম্বরে এসে তিনি পেছনে ফেললেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসকে।

ব্লুমবার্গের তথ্যমতে, ইলন মাস্কের মোট সম্পত্তি ৭০০ কোটি ডলার থেকে বেড়ে ১২ হাজার ৭৯০ কোটি ডলারে পৌছেছে।

শুধু ২০২০ সালে তার সম্পত্তির পরিমাণ বেড়েছে ১০ হাজার কোটি ডলার।

/ আতিকুর রহমান

The Bangla Wall
http://shopno-tv.com/
https://shopnotelevision.wixsite.com/reporters
Shopno Television
Shopno Television
http://shopno-tv.com/

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করেসপনডেন্ট

# 45 নাম- আতিকুর রহমান আতিক বয়স- ২১ পড়াশুনা- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (স্নাতক ১মবর্ষ চলমান ) বর্তমান ঠিকানা- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সাভার, ঢাকা। স্থায়ী ঠিকানা জেলা- রংপুর,বিভাগ- রংপুর অভিজ্ঞতা- আমি কয়েকটা অনলাইন পোর্টালের ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে কাজ করেছি। মোবাইল: 01300-193-620 atikju49@gmail.com

One thought on “বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *