তালায় মোহাম্মাদিয়া (সঃ) দাখিল মাদ্রাসার নতুন কমিটি গঠন
সাতক্ষীরা জেলা তালায় উপজেলার হাজরাকাটী মোহাম্মাদিয়া (সঃ) দাখিল মাদ্রাসার নতুন কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি হলেন তালা সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি শেখ তুহিন, প্রথম বারের মত তাকে সভাপতি নির্বাচিত হয়েছেন মাদ্রাসা কতৃপক্ষ।
এই মাদ্রাসা টি ১৯৭৭ সালে ইং প্রতিষ্ঠিত হয়েছিলো অনেকদিন যাবত কমিটির অবহেলার কারণে নতুন করে আবার কমিটি গঠন করা হয়।
তালায় মোহাম্মাদিয়া (সঃ) দাখিল মাদ্রাসার কমিটির সকল সদস্যের সর্বসম্মতিক্রমে বুধবার (২৫ নভেম্বর)
সকাল ১০ টায় অত্র মাদ্রাসায় অনুষ্ঠিত সভায় সভাপতি নির্বাচন করা হয়।
চরফ্যাশনের উন্নয়নমুলক কাজ পরিদর্শন অতিরিক্ত সচিব
এই সময় উপস্থিতি ছিলেন অত্র হাজরাকাটী মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা মাওলানা জুলফিকার আলী, মোঃ আলী আকবর সরদার,
মোঃ আব্দুস ছালাম, মোঃ ইয়াকুব শেখ, মোছাঃ নাছিমা খাতুন, দেবাশীষ মন্তল, শফিকুল ইসলাম, মোঃ আব্দুর রাজ্জাক,
রাজজাক কারী, হাবিবুর রবিউল ইসলাম।
এবং সদস্যদের মধ্যে উপস্থিতি ছিলেন শেখ আক্কাজ আলী সাবেক ইউপি সদস্য, পল্টু শেখ, নুরো বিশ্বাস, রফিক মোড়ল, আফছার সরদার,
কাদের সরদার, সালাম শেখ, এবং আরো অনেক।
সুনামগঞ্জে ট্রাইব্যুনালের ৪৭টি মামলার আপোষ নিষ্পত্তির রায়
তালায় মোহাম্মাদিয়া (সঃ) দাখিল মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি শেখ তুহিন বলে যে।
আমাকে সভাপতি দায়িত্ব দেওয়া মাদ্রাসা শিক্ষক ও অভিভাবক এবং কমিটিদের ধন্যবাদ জানাই আমি আমার দায়িত্ব
সঠিকভাবে পালন করব এবং কোনভাবে মাদ্রাসার উপর ক্ষতি হতে দিব না এবং আগামী দিনের ছাত্র-ছাত্রী ভর্তি করার জন্য
আমি সবসময় সকল কাজে অংশগ্রহণ করব, এই বলে সবার মধ্য মিষ্টি বিতরণ করেন।
Pingback: বাগেরহাটে মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতার গণ সংযোগ - দ্যা বাংলা ওয়াল
Pingback: বাগেরহাটে নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবীতে মানববন্ধন - দ্যা বাংলা ওয়াল