জাতীয়জীবনশৈলীবিনোদনশিরোনামসর্বশেষসব খবর

বরেণ্য অভিনেতা আলী জাকের আর নেই

বরেণ্য অভিনেতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যকার আলী জাকের আর নেই।

আজ শুক্রবার সকালে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বার্ধক্যজনিত সমস্যা ও হৃদরোগসহ বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে তিনি গত রবিবার রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন।

সেখানে তাকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-এ চিকিৎসা দেয়া হচ্ছিল। এছাড়া তিনি কয়েকবছর ধরে ক্যান্সারেও আক্রান্ত ছিলেন। 

সাতক্ষীরার তালায় সাংবাদিকের মোটর সাইকেল শোভাযাত্রা

একুশে পদকপ্রাপ্ত এ বরেণ্য অভিনেতা ১৯৪৪ সালের ৬ নভেম্বর চট্টগ্রামের রতনপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন।

তিনি একাধারে টেলিভিশন ও মঞ্চনাটকে সমান জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

১৯৭২ সালের আরণ্যক নাট্যদলের ‘কবর’ নাটকে অভিনয়ের মধ্য দিয়েই অভিনয় জগতে পথচলা শুরু করেন এ বরেণ্য অভিনেতা।

এছাড়া ১৯৭৩ সাল থেকে তিনি  নাগরিক নাট্যসম্প্রদায় নিয়েও কাজ করেছেন।

ঘুষ বাণিজ্যে লিপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার

বরেণ্য অভিনেতা আলী শিল্পকলায় অবদানের জন্য ১৯৯৯ সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত হন তিনি।

এ ছাড়া তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার, মুনীর চৌধুরী পদক সহ বিভিন্ন  সম্মাননা ও পুরস্কার লাভ করেন। 

উল্লেখ্য, আরেক বিখ্যাত নাট্যব্যক্তিত্ব সারা জাকের তাঁর স্ত্রী এবং অভিনেতা ইরেশ জাকের তাঁর সন্তান।

/ আতিকুর রহমান আতিক

The Bangla Wall
http://shopno-tv.com/
https://shopnotelevision.wixsite.com/reporters
Shopno Television
Shopno Television
http://shopno-tv.com/

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করেসপনডেন্ট

# 45 নাম- আতিকুর রহমান আতিক বয়স- ২১ পড়াশুনা- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (স্নাতক ১মবর্ষ চলমান ) বর্তমান ঠিকানা- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সাভার, ঢাকা। স্থায়ী ঠিকানা জেলা- রংপুর,বিভাগ- রংপুর অভিজ্ঞতা- আমি কয়েকটা অনলাইন পোর্টালের ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে কাজ করেছি। মোবাইল: 01300-193-620 atikju49@gmail.com

One thought on “বরেণ্য অভিনেতা আলী জাকের আর নেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *