সাতক্ষীরায় নবজাতক হত্যা! আটক পিতা
সাতক্ষীরায় নবজাতক হত্যা! আটক পিতা।
সাতক্ষীরায় বাড়ির বাথরুমের ট্যাংকির ভিতর থেকে সোহান নামের এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে সদর উপজেলার হাওয়ালখালী গ্রামে।
শুক্রবার রাত ১ কার দিকে পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করে।
কপোতাক্ষী বিশ্বাস ও ডক্টরস ডায়াগনস্টিকের কার্যক্রম বন্ধ
স্থানীয়রা জানায়, গত ১৫ দিন আগে হাওয়ালখালি গ্রামের সোহাগ হোসেন ও ফতেমা দম্পত্তির একটি ছেলে সন্তানের জন্ম হয়।
কিন্তু গত তিন দিন আগে মায়ের পাশে থেকে দিনদুপুরে চুরি হয়ে যায় নবজাতক শিশু সোহান।
এঘটনায় শিশুর পিতা সোহাগ হোসেন সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে।
সদর থানা পুলিশ ও পিবিআই পৃথকভাবে চুরি হওয়া শিশুটি উদ্ধারে কাজ শুরু করে।
৮ ঘণ্টা পর ইমিগ্রেশন ছাড়ল ভারত ফেরত বাংলাদেশিরা
চুরি হওয়ার নবজাতক সোহানের মৃতদেহ ৩৬ ঘন্টা পর বাড়ির বাথরুমের ট্যাংকি থেকে উদ্ধার করে পুলিশ।
পরবর্তীতে পুলিশ সন্দেহভাজন সোহানের পিতা সোহাগ হোসেনকে আটক করে।
প্রতিবন্ধী হয়ে জন্ম গ্রহণ করায় তার পিতা চিকিৎসা ব্যায়ের ভয়ে নবজাতক শিশুকে হত্যা করেছে বলে ধারণা করছে পিবিআই ও পুলিশ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।