বেনাপোলে মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের এজেন্ট ব্যাংক উদ্বোধন
বেনাপোলে মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুরে বেনাপোল বাজারে অবস্থিত ‘নিত্যহাট বাজারে’ এ মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘নিত্যহাটের’ স্বত্বাধিকারী যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।
এসময় উপস্থিত ছিলেন, মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের ব্যাংকিং ডিভিশনের হেড অব এস, এমই এন্ড রিটেইল শাফকাত হোসেন,
এস ভিপি এন্ড হেড এজেন্ট ব্যাংকিং মদন মোহন কর্মকার, এ ভিপি যশোর শাখার আতিকুজ্জামান, বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক
আহসান উল্লাহ মাষ্টার, বেনাপোল সিনিয়র মহিলা মাদ্রাসর প্রিন্সিপ্যাল আব্দুল ওয়াহেদ দুদু, নিত্যহাট বাজার কমিটির সভাপতি মজনুর রহমান নুপুর প্রমুখ।
উপজেলা চেয়ারম্যান বিরুদ্ধে পূজা উদযাপন পরিষদের সভা
শুভ উদ্বোধন অনুষ্ঠানে বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেন, নব নির্মিত ‘নিত্যহাট’ বাজারে একই সাথে ঘুরে ঘুরে প্রয়োজনীয় জিনিসপত্র,
ডাক্তারসহ একটি চিকিৎসা সেবা পাওয়া যাবে।
আর এই চিকিৎসা কেন্দ্র হবে ভারতের চেন্নাইয়ের আদলে। চেন্নাই থেকে ডাক্তার এসে সেবা দিবে এই জনপদের মানুষকে।
বাজার ও চিকিৎসার পাশাপাশি এখানে খোলা হয়েছে ‘নিত্য আহার’ নামে একটি রেষ্টুরেন্ট।
পাওয়া যাবে পরিবার পরিজন নিয়ে এখানে চাহিদা মত ভোক্তাদের রুচি সম্মত খাবার। সবকিছু মিলে এখানে প্রয়োজন ছিল একটি ব্যাংকের।
আজ আমরা সেই ব্যাংকিং সেবা পেতেই এই বাজারে খোলা হয়েছে এজেন্ট ব্যাংক।
সময়ের পরিবর্তনের সাথে আজ সীমান্তের এই অবহেলিত জনপদ এর মফস্বল শহর বেনাপোল এগিয়ে যাচ্ছে বলে জানান পৌর মেয়র।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের হেড অব এস, এমই এন্ড রিটেইল শাফকাত হোসেন বলেন, এই ব্যাংক থেকে ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত বিনা মর্গেজে ঋণ দেওয়া হয়।
এছাড়া ব্যাংকের এটিএম কার্ডে যে কোন ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উঠানো যাবে। মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক সকল শ্রেনীর মানুষের ব্যাংক।
সাভারে গলাকাটা নবজাতকের মরদেহ উদ্ধার
বিত্তবানদের শুধু ঋণ প্রদান করে না।
মধ্যবিত্ত, দরিদ্র কৃষকদেরও এই ব্যাংক ঋণ প্রদান করে থাকে। এই ব্যাংকে মাত্র ১০ টাকায় হিসাব খোলা যায় এবং ১০ টাকা জমা নেয়।
কেউ টাকা উঠাতে আসলে শুধু মাত্র ফিঙ্গার প্রিন্ট দিয়ে টাকা উত্তোলন করতে পারবেন।
তিনি আরো বলেন, বেনাপোলের সদ্য নির্মিত ‘নিত্যহাটের’ ব্যবসায়ীদের ব্যবসায়ীক লেন দেন দুরে যেয়ে ঝুঁকি নিয়ে করা লাগবে না।
বেনাপোলে মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের এখানকার ব্যবসায়ীরা ইচ্ছা করলে সহজ শর্তে ঋণ পাবে।
Pingback: বেনাপোলে মালিকানা জমি খাস জমি বলে বিতরণের অভিযোগ - দ্যা বাংলা ওয়াল