নওগাঁয় হুমকিদাতাদের বিরুদ্ধে মানববন্ধন
নওগাঁয় বঙ্গবন্ধুর ভাস্কর্য উচ্ছেদ ও ভাঙ্গার হুমকিদাতাদের বিরুদ্ধে মানববন্ধন।
স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে ফেলা এবং সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা উচ্ছেদের হুমকিদাতাদের বিরুদ্ধে
নওগাঁয় স্বপ্ন সারথি পাবলিক লাইব্রেরির আয়োজনে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
শাহজাদপুরে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ১ মাস ধরে গণধর্ষণঃ আটক ১
বুধবার বিকেলে শহরের মুক্তির মোড় সংলগ্ন নওজোয়ান মাঠের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তারা বলেন, দেশের কতিপয় নামধারী আলেম-ওলামা সাম্প্রদায়িক মৌলবাদ ও জঙ্গিগোষ্ঠী বঙ্গবন্ধু ও স্বাধীনতাকে হেয় করছে।
আর এখন নতুন করে ভাস্কর্যকে প্রতিমার সঙ্গে তুলনা করে ইসলামের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে।
নওগাঁয় হুমকিদাতাদের মূলত তারা একজোট হয়ে বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি আর ঐতিহ্যকে ধ্বংস করার ষড়যন্ত্র চালাচ্ছে।
মানববন্ধনে দেশের সকল সচেতন সমাজকে ঐক্যবদ্ধ হয়ে তাঁদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান বক্তারা।
চারঘাটে যুবদের ভুমিকা শীর্ষক আলোচোনা অনুষ্ঠান
অধ্যক্ষ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন- সাবেক ছাত্রলীগ, যুবলীগ নেতা ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মের নওগাঁ জেলার
আহবায়ক কামাল সিদ্দিকী বাবু, স্বপ্ন সারথি পাবলিক লাইব্রেরীর সভাপতি আব্দুর রহমান, জাতীয় রবীন্দ্র সংঙ্গীত সম্মিলন পরিষদের সাধারন সম্পাদক মোসাদ্দেক হোসেন,
নওগাঁ থিয়েটাররে সদস্য তছির উদ্দিন, জহির রায়হান চলচিত্র সংসদ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক রহমান রায়হান বাহাদুর প্রমূখ।




Pingback: বেনাপোল বাজারে ‘নো মাস্ক নো সেল’ কর্মসূচি চালু - দ্যা বাংলা ওয়াল