তালায় সংখ্যালঘু অধিকার দিবস পালনে র্যালি ও আলোচনা
তালায় আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস পালনে র্যালি ও আলোচনা সভা।
জাতিসংঘ ১৯৯২ সালের ১৮ ডিসেম্বর ঘোষণা করে যে, প্রতি বছর এই দিনটিকে আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস হিসেবে পালন করা হবে।
এখানে সংখ্যালঘু বলতে জাতিসংঘ বলেছে, ধর্মীয়, ভাষাগত, জাতিগত ও সংস্কৃতিগত সংখ্যালঘুদের বুঝিয়েছে।
১৮ ডিসেম্বর আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবসটি যথাযোগ্য ভাবে পালন করার লক্ষ্যে সাতক্ষীরায় তালা উপজেলা সুরক্ষা,
নাগরিক অধিকার ও মর্যাদা(সুনাম) কমিটির আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শার্শায় দেড় কোটি টাকা মূল্যের সরকারি সম্পদ বেহাত
মঙ্গলবার সকাল ১১টায় সদও ডাকবাংলোর সামনে আলোচনা সভায় উপজেলা সুনাম কমিটির সধারণ সম্পাদক শেখ ইমরান হোসেনের সভাপত্বিতে
বক্তব্য রাখেন স্বদেশ এনজিও পরিচালক ও শারি সংস্থার মধাব চন্দ্র দত্ত, জেলা সুনাম কমিটির সদস্য
দীপ্ত টিভির জেলা প্রতিনিধি রঘু নাথ খাঁ, সাংবাদিক আব্দুস সালাম প্রমুখ।
চারঘাটে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২০
উপজেলা সুনাম কমিটির সি: সদস্য শেখ ফয়সাল হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শারি সংস্থার এ্যাভোকেসী অফিসার শান্তানু কুমার দাশ,
তালা উপজেলা সুনাম কমিটির তহমিনা খাতুন,তামান্না খাতুন, শিহাব সরদার, সহিদুর রহমান আকাশ, আল-আমিন হোসেন প্রমুখ।
তালায় সংখ্যালঘু অধিকার আলোচনা সভা তালা উপ-শহরে র্যালি করে উপজেলা সুনাম কমিটি অস্থায়ী কার্যালয়ে করোনা (কোভিড-১৯)
ভাইরাস প্রতিরক্ষায় মাক্স,হ্যান্ড স্যানিটাইলজার প্রদান করা হয়।
Pingback: হবিগঞ্জ কারাগারে কয়েদির মৃত্যু - দ্যা বাংলা ওয়াল