যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩টি বোমা উদ্ধার
যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি হাত বোমা উদ্ধার করেছে পুলিশ। তবে বোমা তৈরির সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নিজেই এখন রোগী
সোমবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানার নারায়নপুর গ্রাম থেকে এ বোমা ৩টি উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই চম্পা জানান, গোপন খবরে জানা যায়, কয়েকজন দুস্কৃতকারী বেনাপোল পোর্ট থানার
নারায়নপুর গ্রামের দক্ষিণপাড়ার একটি বাঁশ বাগানের ভিতর বোমা তৈরি করছে।
সমাজ সেবক সম্মাননা স্মারক পেলেন উদ্ভাবক মিজান
এমন সংবাদে এসআই রোকনুজজামান এর নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বোমা তিনটি উদ্ধার করে।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বোমা ফেলে দূষ্কৃতকারীরা পালিয়ে যায়। কি উদ্দেশ্যে বোমাগুলো তৈরি করা হয়েছে পুলিশ তা খতিয়ে দেখা হচ্ছে।
যশোরের বেনাপোল সীমান্ত বোমাগুলো থানায় এনে নিস্ক্রিয় করার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
Pingback: কালিগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল - দ্যা বাংলা ওয়াল