হঠাৎ ঘন কুয়াশায় আচ্ছন্ন উত্তরের জেলা নওগাঁ
হঠাৎ ঘন কুয়াশায় আচ্ছন্ন উত্তরের জেলা নওগাঁ।
শীত এসে গেছে। শুরু হয়েছে রোদের লুকোচুরি খেলা। গত কয়েকদিন আকাশে এই রোদ আবার কখনো তাতে রাজত্ব চলছে মেঘের।
তবে আজ দৃষ্টিসীমানায় ছিল শুধুই কুয়াশার ঘনঘটা। ফলে উত্তরের জেলা নওগাঁয় তীব্র শীত অনুভূত হয়েছে। জেলায় ঘন কুয়াশার সাথে বইছে হিমেল হাওয়া।
নওগাঁয় হঠাৎ করেই ঘন কুয়াশার অবির্ভাব। গেলো কয়েকদিন হালকা কুয়াশা থাকলেও গত রবিবার বিকেল থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে নওগাঁ।
আজ আকাশে সূর্যের দেখা মিলেনি। হঠাৎ করে ঘন কুয়াশা পড়ার কারণে চরম বিপাকে পড়েছে খেটে-খাওয়া দিনমজুর শ্রেণির মানুষরা।
তবুও বাধ্য হয়েই মাঠে-ঘাটে কাজ করছে এই সব মানুষরা। অনেকেই রাস্তার পাশে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
কালিগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
দিনের বেলাতেও যানবাহনগুলো লাইট জ্বালিয়ে চলাচল করছে।
ঘন কুয়াশার সাথে সাথে শীতের তীব্রতাও বেড়েছে। ফলে রোগীর ভীড় বাড়ছে হাসপাতালে।
বিশেষকরে, শ্বাসকষ্ট, এ্যাজমা, ডায়েরিয়া ও পাতলা পায়খানায় আক্রান্ত হয়ে রোগীরা হাসপাতালসহ প্রাইভেট ক্লিনিকে ভর্তি হচ্ছে।
শিশুসহ বৃদ্ধদের ঠান্ডাজনিত রোগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষরা শিশু ও বৃদ্ধদের গরম পোষাক পরার পাশাপাশি
হঠাৎ ঘন কুয়াশায় আচ্ছন্ন ঘরের ভেতরে অবস্থানের জন্য বিশেষ পরামর্শ দিচ্ছে।
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩টি বোমা উদ্ধার
এদিকে, করোনার প্রভাব বেড়ে যাওয়ায় আতংকে রয়েছে জেলার সাধারণ মানুষেরা। ইতিমধ্যেই জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৪শ’ ছাড়িয়েছে।
গত সপ্তাহে, সদরসহ অন্যান্য উপজেলায় নতুন করে আরও ৪০ জন করোনায় আক্রান্ত হন।
নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার সকালে নওগাঁয় সর্বনিম্ম তাপমাত্রা ছিলো ১৬ ডিগ্রি সেলসিয়াস।
Pingback: সাতক্ষীরায় স্ত্রী ও ভাইপোর পরকীয়ার বলি দিনমজুর - দ্যা বাংলা ওয়াল
Pingback: ঢাক সিলেট মহাসড়কে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ - দ্যা বাংলা ওয়াল
Pingback: চারঘাটে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২০ - দ্যা বাংলা ওয়াল