শার্শা বেনাপোলে উৎসব আনুষ্ঠানিকতায় বিজয় দিবস পালিত
যশোরের শার্শা বেনাপোলে উৎসব আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
ভোরে বেনাপোল কাগজপুকুর শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
এ সময় প্রশাসন, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মিরা শ্রদ্ধা জানান শহীদদের উদ্দেশ্যে।
সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় পালিত হলো মহান বিজয় দিবস
সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বৃহত্তম ম্যুরাল উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য।
এরপর বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীসহ হাজারও নেতাকর্মি। পরে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্টিত হয়।
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্মৃতিসৌধে বিজিবি‘র শ্রদ্ধাঞ্জলী
শার্শা-বেনাপোলে উৎসব এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল,
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান,
মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম প্রমুখ।
Pingback: সাতক্ষীরায় বোমার আঘাতে উড়ে গেল কলেজ ছাত্রের হাত - দ্যা বাংলা ওয়াল