অবাধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রধান ভিত্তি দায়িত্ববোধ
অবাধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অন্যতম প্রধান ভিত্তি হল দায়িত্ববোধ। সাংবাদিকতায় আমার পড়াশোনা বা অভিজ্ঞতা না থাকলেও
বিজ্ঞজনদের কাছ থেকে শোনে আমার এমনটি মনে হয়েছে।
গাজীপুর-৩ আসনের সাংসদ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এ কথা বলেন।
বৃহষ্পতিবার রাত সাড়ে ৯টায় গাজীপুর মহানগরের জয়দেবপুর (উত্তর ছায়াবীথিতে) তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাত এবং
মতবিনিময়কালে গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সাথে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সাংবাদিকেরা সমাজে ঘটে যাওয়া সকল প্রকার অসংগতি ও নেগেটিভ ঘটনা তুলে ধরবে এমনটা যেন না হয়।
ভাল কাজ এবং পজেটিভ বিষয় তুলে না ধরলে ওই প্রতিষ্ঠান, সংগঠন বা ব্যাক্তি এসব কাজে উৎসাহ হারিয়ে ফেলবে।
সোনা চুরি : আরও এক কাস্টমস কর্মকর্তার স্বীকারোক্তি
প্রয়োজনে আমার কোনো কাজে অসংগতি পেলে সেটাও তুলে ধরার আহবান জানান সাংবাদিকদের।
আপনারা (সাংবাদিকেরা) সামজের দর্পণ বা আয়না। সাধারণ মানুষ ও পাঠকেরা আপনাদের কাছে ভাল-মন্দ উভয়েরই সঠিক চিত্র আশা করে।
অবাধ ও বস্তুনিষ্ঠ তাই প্রভাবিত হয়ে ও একপেশে হয়ে কোনো সাংবাদিকতা হতে পারে না।
ঢাকা দিল্লী নির্ভরতায় শেখ হাসিনার সন্তোষ প্রকাশ
শ্রীপুরের গণ মানুষের কল্যাণে প্রকৃত অর্থে কিছু করতে হলে সকল কমিউনিটির লোকদের মতপার্থক্য ও ভেদাভেদ ভুলে অন্তত একটি জায়গায় এক হতে হবে।
আর সে জায়গাটি হল মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সততা, মানবিক মুল্যবোধ সম্পন্ন পরিবেশ সৃষ্টিতে সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত মানবিক শ্রীপুর উপশহরের প্লাটফরম তৈরী করা।
এসময় সাংবাদিক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আলমগীর হোসেন (আলোকিত প্রতিদিন),
সহ-সভাপতি আনিছুর রহমান শামীম (বাংলাদেশ জার্নাল), সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আকন্দ (বাংলাদেশ প্রতিদন)।
Pingback: সেনবাগে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত - দ্যা বাংলা ওয়াল