দেশব্যাপীআইন- আদালতপরিবেশ ও সমাজশিরোনামসর্বশেষসব খবর

সিরাজগঞ্জের শাহজাদপুরে গোসল করা নিয়ে সংঘর্ষে আহত ১০

সিরাজগঞ্জের শাহজাদপুরে জলাশয়ে গোসল করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

বেলাল প্রামানিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়,  শুক্রবার ভোরে উপজেলার রূপবাটি ইউনিয়নের সওদামারা গ্রামের ছবির উদ্দিন প্রামানিকের ছেলে

বেলাল প্রামানিক বাড়ির পাশের জলায় গোসল করতে গেলে একই গ্রামের হোসেন আলীর ছেলে ইউনুসের সাথে কথা কাটাকাটি হয়।

বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিক ভাবে মজিবর মোল্লা গ্রুপ এবং ঠান্ডু প্রামানিক গ্রুপ লাঠিসোঁটা,

ফালা, হাসুয়া, রামদা ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঢাকা দিল্লী নির্ভরতায় শেখ হাসিনার সন্তোষ প্রকাশ

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ  সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম, ওসি শাহিদ মাহমুদ খান সহ

শাহজাদপুর থানা পুলিশের একটি দল উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।  

সোনা চুরি : আরও এক কাস্টমস কর্মকর্তার স্বীকারোক্তি

সিরাজগঞ্জের শাহজাদপুরে সংঘর্ষ চলাকালে মোল্লা গ্রুপের মজিবর মোল্লা (৫৬), নজরুল ইসলাম (২৬) ও ইউসুফ (৩৫), এবং প্রামানিক গ্রুপের জীবন ( ১৯),

কবিরুল (২৫), হাফিজ(৩২)  ফলাবিদ্ধ ও হাসুয়ার আঘাতে উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়।

আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এদিকে পুনরায় সংঘর্ষ এড়াতে এবং  পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/ এম,এ, জাফর লিটন

The Bangla Wall
http://shopno-tv.com/
https://shopnotelevision.wixsite.com/reporters
Shopno Television
Shopno Television
http://shopno-tv.com/

সিরাজগঞ্জ ডিষ্ট্রিক্ট করেসপনডেন্ট

# 46 সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা এম, এ, জাফর লিটন নাম: মোঃ আবু জাফর (লিটন) মোবাইল নং ০১৭১২৩৩৮৭২৮ ইমেইল : zafarliton@gmail.com পিতা: মোঃ মফিজ উদ্দিন খাঁন গ্রাম ও ডাকঃ ইসলামপুর (ডায়া) উপজেলা: শাহজাদপুর, জেলা: সিরাজগঞ্জ। শিক্ষাগত যোগ্যতা: এমএ (সমমান) পেশাগত যোগ্যতা: সাবেক উপজেলা প্রতিনিধি : মাইটিভি, সংবাদদাতা : দৈনিক যায়যায়দিন, সম্পাদক ও প্রকাশক : সাপ্তাহিক উত্তর দিগন্ত সহ-সভাপতি : শাহজাদপুর প্রেসক্লাব, সিরাজগঞ্জ। জাতীয় পরিচয়পত্র নং ৮৮১৬৭৮৭৪৩১৩৮২ বিকল্প নং: ০১৭১০৫৩৮৮৬৬ রক্তরে গ্রুপ: এ+

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *