শাহজাদপুরে বাড়ী থেকে ননদ ভাবী উধাও এলাকায় তোলপাড়
শাহজাদপুরে গভীর রাতে বাড়ী থেকে ননদ ভাবী উধাও। এলাকায় তোলপাড়।
সিরাজগঞ্জের শাহজাদপুরের বেলতৈল ইউনিয়নের সাতবাড়িয়া উত্তরপাড়া গ্রামে গভীররাতে বাড়ী থেকে ননদ -ভাবী উধাও হয়েছে।
সরে জমিনে ঘুরে ভুক্তভোগী পরিবার ও শাহজাদপুর থানা ডায়েরী সুত্রে জানা যায়, শনিবার সাতবাড়িয়া গ্রামের আলাউদ্দিন সরকার
স্বস্ত্রীক ছেলে নুরুন্নবী সরকারের বউ রাজিয়া সুলতানা জ্যোতি (১৭) এবং
কলেজ পড়ুয়া কন্যা শারমীন আক্তার ( ১৭) কে রেখে তার শশুরবাড়ী উপজেলার চুলধরি গ্রামে যায়।
বিরামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ ও কাউন্সিলর ৩১
এ সুযোগে শনিবার গভীররাতে ননদ শারমিন ও ভাবী জ্যোতি স্বর্নালঙ্কার, ল্যাপটপ ও নগদ অর্থসহ মোট সারে ৩ লক্ষ টাকা নিয়ে যায়।
গতকাল রোববার দুপুরে আলাউদ্দিন ও তার স্ত্রী বাড়ী ফিরে ঘরের দরজা খোলা পায়। এরপর শারমিন ও ছেলে বউ জ্যোতির ব্যবহৃত ফোন বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বালিয়াকান্দিতে অতিরিক্ত ডিআইজির শীতবস্ত্র বিতরণ
শাহজাদপুরে বাড়ী থেকে নিখোঁজ জ্যোতির স্বামী নুরুন্নবী জানান, শনিবার আমার বাবা ও মা নানার বাড়িতে যাওয়ার সুযোগে আমার স্ত্রী ও বোন নিরুদ্দেশ হয়েছে।
নিরুদ্দেশ হওয়ার পিছনে কেউ জড়িত আছে কিনা জানা যাচ্ছেনা। এ ব্যাপারে শাহজাদপুর থানায় একটি ডায়েরি করা হয়েছে।