পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা বিপর্যস্ত জনজীবন
পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা বিপর্যস্ত জনজীবন। পঞ্চগড়ে টানা চারদিন ধরে রেকর্ড হচ্ছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
পর্যাপ্ত ত্রাণের অভাবে হাড়কাপানো শীতের সাথেই লড়ে যাচ্ছে হিমালয়ের কন্যা নামে খ্যাত পঞ্চগড়ের খেটে খাওয়া সাধারণ মানুষ ।
তেতুলিয়া আবহাওয়া অফিস থেকে জানানো হয়,গত বৃহস্পতিবার(১৭ ডিসেম্বর) তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বন্ধের মেয়াদ বেড়েছে বেক্সিমকো সিনথেটিকসের
এর পরে ১৮ ডিসেম্বর সকাল ৯ টায় রেকর্ড হয় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস ।
ঘন কুয়াশা আর হিমেল হাওয়া অসহনীয় করে তুলেছে উত্তরের এই জনপদের মানুষের জীবন।
কুয়াশার তীব্রতার কারণে চালকরা পড়ছেন দুর্ঘটনার কবলে।
পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা অপরদিকে শীত বস্ত্র পর্যাপ্ত না থাকায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
ব্লক মার্কেটে ৩৭ কোম্পানির লেনদেন ৫৩ কোটি টাকা
শীত নিবারণে খড়খুটো একত্র করে আগুন জ্বালিয়ে শীতের মোকাবেলা করার নিদারুণ চেষ্টা চালিয়ে যাচ্ছে নিম্ন আয়ের মানুষগুলো ।
পঞ্চগড় জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করলে জানা যায়, ২১ হাজার ২০০টি কম্বল ইতিমধ্যে বিতরণ করা হয়েছে ।
এদিকে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের কর্মকর্তা রাসেল শাহ্ বলেন, টানা চারদিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
একদিকে যেমন কুয়াশা বেড়েই চলছে, অন্যদিকে আকাশে মেঘ জমে থাকায় দিনের বেলা সূর্যের রোদ তেমন কোনো উত্তাপ ছড়াতে পারছে না।
Pingback: ফুলবাড়ীতে কম্বল বিতরণ করলেন বিভাগীয় কমিশনার - দ্যা বাংলা ওয়াল