জীবনশৈলীদেশব্যাপীপরিবেশ ও সমাজশিরোনামসব খবরসর্বশেষ

নবীগঞ্জে শীতে ভিড় বাড়ছে পুরোনো কাপড়ের দোকানে

নবীগঞ্জে শীতে আগমনে ভিড় বাড়ছে পুরোনো কাপড়ের দোকানে। বাড়ছে শীতের আগমন, সেই সাথে বাড়ছে নবীগঞ্জে পুরাতন কাপড়ের দোকানে ক্রেতাদের ভিড়।

এখানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে কেনা-বেচা। এসব দোকানে নিজেদের সাধ্যের ভেতর পণ্য পেয়ে খুশি ক্রেতারা।

অন্যদিকে স্বল্প পুঁজিতে অধিক লাভে হাসি ফুটছে বিক্রেতাদের মুখেও।

সরেজমিনে দেখা যায়, নবীগঞ্জ পৌর শহরের নতুন বাজার, ওসমানী রোড ও শেরপুর রোডের হকার্স মার্কেটসহ

উপজেলার বিভিন্ন বাজারগুলোতে বসেছে পুরোনো কাপড়ের ভ্রাম্যমাণ দোকান। এসব দোকানে ভিড় করছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ।

উসমানী রোড ও শেরপুর রোডের হর্কাস মার্কেটের প্রায় সব দোকানেই কম-বেশি উঠেছে শীতের কাপড়।

ফল ও পুকুরের মাছ নিয়ে হাজির ইউএনও ইকবাল হোসেন

ক্রেতাদের পছন্দের ওপর ভিত্তি করে বিক্রেতারা সাজিয়েছেন পসরা। সোয়েটার, ব্লেজার, জ্যাকেট, চাদর, মাফলার, টুপি কিংবা হাতমোজা সবই মিলছে এখানে।

হকার্স মার্কেটে ছেলেদের সোয়েটার ৫০ থেকে ৪শ’ টাকা, ছেলেদের জ্যাকেট ১৫০ থেকে ৫শ’ টাকা, মেয়েদের সোয়েটারের দাম মানভেদে ১শ’ থেকে ৪৫০ টাকা,

বাচ্ছাদের সোয়েটারের ৩০ থেকে ৩৫০ টাকা, হাতের মোজা ১০ থেকে ৪০ টাকা।

এছাড়া এখানে মানভেদে সাধারণ টুপি ২০ থেকে ৫০ টাকা ও মাফলার ৩০ থেকে ৫০ টাকায় পাওয়া যাচ্ছে। শীতের কাপড়ের পাশাপাশি বিক্রি বেড়েছে কম্বল।

নবীগঞ্জে শীতে ভিড় বাড়ছে ২শ’ থেকে ৫ হাজার টাকার মধ্যে কম্বল পাওয়া যাচ্ছে।

পৌর এলাকার রাজাবাদ গ্রামের হকার্স মার্কেটের ব্যবসায়ী আব্দুল মালিক বলেন, ‘শীত আসার আগে এই দোকানে পুরাতন শার্ট-প্যান্ট ও টি-শার্ট বিক্রি হতো।

যশোরে সড়ক দুর্ঘটনায় কৃষক ও গৃহবধূ নিহত

কিন্তু শীতের সময় আমরা শীতের গরম কাপড় বিক্রি শুরু করি। দামে সস্তা হওয়ায় নিম্নবিত্ত মধ্যবিত্ত ক্রেতাদের সংখ্যা বেশি।’

ওসমানি রোডের পুরাতন কাপড়ের ব্যবসায়ী পৌর এলাকার অভয়নগর গ্রামের নজির উদ্দিন জানান,

গত বছরের তুলনায় এবার গরম কাপড়ের দাম পিস প্রতি ২০-৫০ টাকা বেড়েছে।

কারণ হিসেবে জানিয়েছেন, বছরজুড়ে করোনাভাইরাসের প্রভাব থাকায় কিছুটা দাম বেড়েছে।

ভ্রামমান কাপড় দোকানের ব্যবসায়ী পৌর এলাকার অভয়নগর গ্রামের আহমেদ শেকুল জানান,

প্রতি বছরের তুলনায় এবছর কাপড়ের দাম বেশি। দুপুর দুটার পর থেকে লোকজনদের আনাগোনা শুরু হয়। সন্ধ্যার পর বিক্রি কিছুটা বাড়তে থাকে।

/ মোঃ সেলিম উদ্দিন 

The Bangla Wall
http://shopno-tv.com/
https://shopnotelevision.wixsite.com/reporters
Shopno Television
Shopno Television
http://shopno-tv.com/

হবিগঞ্জ ডিষ্ট্রিক্ট করেসপনডেন্ট

Md. Selim Uddin মোঃ সেলিম উদ্দিন গ্রাম- বাজকাশারা, ডাকঘর- নবীগঞ্জ ৩৩৭০, নবীগঞ্জ, হবিগঞ্জ মোবাইল: 01711460048 ইমেইল: selimahmedpress18gmail.com এন আইডি নাম্বার :- ৩৬১৭৭৭৩৬৭৫৫১৩। রক্তের গ্রুপ :- O, positive SSC বর্তমানে স্থানীয় দৈনিক হবিগঞ্জ সময় www.dailyshomoy.com স্টাফ রিপোর্টার, জাতীয় দৈনিক দেশের কণ্ঠ সাপ্তাহিক সময়ের সত্যের সংবাদ পত্রিকায় নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি এছাড়াও An Tv (আলোকিত নিউজ টিভি), দৈনিক পত্রিকা, দৈনিক মুক্তপ্রকাশ, জেকে টিভি'র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে বর্তমানে কাজ করছি এসএনবি নিউজ টুয়েন্টি ফোর ডট কম এর সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান হিসেবে কাজ করছি

One thought on “নবীগঞ্জে শীতে ভিড় বাড়ছে পুরোনো কাপড়ের দোকানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *