দেশব্যাপীরাজনীতিশিরোনামসর্বশেষসব খবর

শাহজাদপুর পৌরসভা নির্বাচনে তরু লোদী বিপুল ভোটে বিজয়ী

শাহজাদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মেয়র প্রার্থী তরু লোদী বিপুল ভোটে বিজয়ী।

উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে আজ সোমবার শাহজাদপুর পৌরসভা নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

নির্বাচন চলাকালীন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার সমর্থকদের মধ্যে উত্তাপ উত্তেজনা থাকলেও আইন শৃঙ্খলার বাহিনীর তৎপরতার কারণে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

শাহজাদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মনির আক্তার খান (নৌকা) ২৯ হাজার ৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রার্থী বিএনপি মনোনীত মাহমুদুল হাসান সজল (ধানের শীষ) পেয়েছেন ১ হাজার ৮৬৭।

প্রবীণ সাংবাদিক তমাল চৌধুরী আর নেই

মেয়র পদে অপর দুই প্রার্থী জাতীয় পার্টির মোক্তার হোসেন (লাঙ্গল) ২৩৮ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী

খন্দকার ইমরান (হাত পাখা) পেয়েছেন ১ হাজার ৮৭ ভোট।

আজ রাতে উপজেলা পরিষদের শহীদ স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন, রিটার্নিং অফিসার আবুল হোসেন।

এছাড়া পৌরসভার ৯ টি ওয়ার্ডের সাধারণ আসনে বিজয়ী কাউন্সিলররা হলেন ১ নং ওয়ার্ডে আছাব আলী (পাঞ্জাবী),

২ নং ওয়ার্ডে তৌহিদুর রহমান এ্যাপোলো (পাঞ্জাবী), ৩ নং ওয়ার্ডে জহরলাল হোসেন (উট পাখি), ৪ নং ওয়ার্ডে নাজমুল হোসেন (পাঞ্জাবী),

৫ নং ওয়ার্ডে মোস্তাফিজুর রহমান পিযূষ (উট পাখি), ৬ নং ওয়ার্ডে আবু শামীম সূর্য (উট পাখি), ৭ নং ওয়ার্ডে আল মাহমুদ প্রামানিক (উট পাখি),

৮ নং ওয়ার্ডে আব্দুর রউফ (পাঞ্জাবী), ৯ নং ওয়ার্ডে আফসার আলী শিকদার (উট পাখি)।

রংপুরে রাস্তা দখল করে দোকান নির্মাণ বন্ধের দাবিতে প্রতিবাদ

অন্যদিকে, ৩ টি সংরক্ষিত আসনে বিজয়ী মহিলা কাউন্সিলররা হলেন ১ নং ওয়ার্ডে শাহানাজ পারভীন (সিএনজি),

২ নং ওয়ার্ডে সিলভী পারভীন মিঠু (জবা ফুল), ৩ নং ওয়ার্ডে সাবিনা ইয়াসমিন ছবি (চশমা)।

রিটার্নিং অফিসার আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পৌরসভার ৯ টি ওয়ার্ডের ২৫ টি কেন্দ্রেই ইভিএম-এ ভোট গ্রহণ করা হয়।

প্রতিটি ভোট কেন্দ্রেই পুরুষ ও মহিলা ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

/ এম,এ, জাফর লিটন

The Bangla Wall
http://shopno-tv.com/
https://shopnotelevision.wixsite.com/reporters
Shopno Television
Shopno Television
http://shopno-tv.com/

সিরাজগঞ্জ ডিষ্ট্রিক্ট করেসপনডেন্ট

# 46 সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা এম, এ, জাফর লিটন নাম: মোঃ আবু জাফর (লিটন) মোবাইল নং ০১৭১২৩৩৮৭২৮ ইমেইল : zafarliton@gmail.com পিতা: মোঃ মফিজ উদ্দিন খাঁন গ্রাম ও ডাকঃ ইসলামপুর (ডায়া) উপজেলা: শাহজাদপুর, জেলা: সিরাজগঞ্জ। শিক্ষাগত যোগ্যতা: এমএ (সমমান) পেশাগত যোগ্যতা: সাবেক উপজেলা প্রতিনিধি : মাইটিভি, সংবাদদাতা : দৈনিক যায়যায়দিন, সম্পাদক ও প্রকাশক : সাপ্তাহিক উত্তর দিগন্ত সহ-সভাপতি : শাহজাদপুর প্রেসক্লাব, সিরাজগঞ্জ। জাতীয় পরিচয়পত্র নং ৮৮১৬৭৮৭৪৩১৩৮২ বিকল্প নং: ০১৭১০৫৩৮৮৬৬ রক্তরে গ্রুপ: এ+

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *