বঙ্গবন্ধু শতবর্ষে বিজয়ের আলোই আলোকিত বন্ধন
বঙ্গবন্ধু শতবর্ষে বিজয়ের ৪৯ বৎসর পূর্তি এবং ৫০ বৎসরে পদাপর্ণ উপলক্ষে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বিজয়ের আলোই আলোকিত বন্ধন
এই স্লোগান নিয়ে ব্যক্তিগত উদ্দোগে একাআশি (৮১) জন শিক্ষিত যুবক, শিক্ষার্থী এবং চাকুরিজিবীদের নিয়ে গড়ে উঠা বন্ধন ফাউন্ডেশন মনিয়ারী
আয়োজন করেছে শীতার্থদের মাঝে “শীতবস্ত্র বিতরণ কর্মসুচি এবং বন্ধন মেডিকেল ক্যাম্পেইন ২০২০” এর।
আত্রাই উপজেলার ৬নং মনিয়ারী ইউনিয়ের মনিয়ারী গ্রামে মনিয়ারী সরকারী প্রথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।
মনিয়ারী গ্রামসহ পার্শ্বপর্তী কয়েকটি গ্রামে এই শীতবস্ত্র কর্মসূচির প্রায় ২০০টি কম্বল অসহায় সুবিধা বঞিত মানুষদের মাঝে বিতরণ করা হয়।
চৌগাছায় গুপ্তঘাতক আর্সেনিকে প্রাণহানী বাড়ছে
এছাড়াও বন্ধন মেডিকেল ক্যাম্পেইন ২০২০ এ যে সব সবাদেয়া হয়- চক্ষু সেবা(চক্ষুশিবির), স্বাস্থ্য সেবা(মেডিসিন), দন্তসেবা এবং
প্যাথলজি সেবার মধ্যে রক্তের ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস পরিক্ষা ও পরিমাপ, উচ্চ রক্তচাপ পরিক্ষা করা হয়।
সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত চলা মেডিকেল ক্যাম্পেইনে প্রায় ৩৫০ জন রুগী ফ্রিতে এসব সেবাসমূহ গ্রহন করে।
সকাল ৯টাতে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও আলোচনা শেষে ৬নং মনিয়ারী ইউনিয়ানে চেয়ারম্যান জনাব আল্লামা শেরই বিপ্লব এবং
আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা: মোঃ জাকারিয়া হোসেন অনুষ্ঠানটির শুধ উদ্বোধন করেন।
বন্ধন ফাউন্ডেশন মনিয়ারী সংগঠনের সভাপতি ড.মোঃ সালেকুল ইসলাম উনুষ্ঠানে উপস্থিত না থাকতে পারলেও ভারচুয়াল মিডিয়ার মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
অনুষ্ঠানে গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ সহ অনান্য নেত্রীবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ৬নং মনিয়ারী ইউনিয়ের জাতীয় শ্রমিকলিগীর সভাপতি
জনাব মোঃমাসুদ রানা (মাসুম), ৬নং মনিয়ারী ইউনিয়ান ৭ নং ওয়াডের সদস্য জনাব মোঃ জব্বার মন্ডল,
৭নং ওয়াডের সাবেক সদস্য জনাব মোঃ বহিরুল ইসলাম, মনিয়ারী সরকারী প্রাথমীক বিদ্যালয়ে শিক্ষকসহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দু,
৭ নং ওয়াডের বাংলাদেশ আওয়ামিলীগ প্রচার সম্পাদক জনাব মোঃ মহসিন আলী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক
বঙ্গবন্ধু শতবর্ষে বিজয়ের ২০১৭ সালে গড়ে উঠা বন্ধন ফাউন্ডেশন মনিয়ারী বিগত বছরগুলোতেও এমন ব্যাতিক্রম ধর্মী কার্যক্রম করে আসছে।
বনায়ন, শিক্ষাবৃত্তি, শীতবস্ত্র বিতরণ, মাদকবিরধী সমাবেশ, ক্রিড়া প্রতিযোগীতা, গ্রাম জরীপ, চিকিৎসা সেবা, বাল্যবিবাহ রোধ, বন্যাদুর্গতদের ত্রাণ,
করোনাকালির ত্রাণ, ঈদসামগ্রী বিতরণসহ বিভিন্ন জাতীয় দিবস উদযাপন করে আসছে।
এবার তৃতীয় বারের মত শীতবস্ত্র বিতরণ কর্মসূচি করছেন।
বন্ধন ফাউন্ডেশের সদস্যবৃন্দুর অক্লান্ত পরিশ্রমে শারীরিক দুরত্ব বজায় রেখে যাথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠান পরিচালনা এবং সার্বিক দায়িত্বে ছিলেন বন্ধন ফাউন্ডশন মনিয়ারীর প্রতিষ্ঠাতা এবং অর্থ-সচিব শিশির মারুফ এবং
বাস্তবয়নে বন্ধন ফাউন্ডেশনের সকল সদস্য ও মনিয়ারী গ্রামবাসি।
/ মারুফ হোসেন
Pingback: চারঘাটে নবনির্মিত কৃষি প্রশিক্ষন ভবন উদ্বোধন - দ্যা বাংলা ওয়াল
Pingback: বেনাপোল বন্দর দিয়ে ১২০ মেট্রিক টন বিস্ফোরক আমদানি - দ্যা বাংলা ওয়াল