নওগাঁয় সাড়ে ৫০০ কেজি সরকারি চাল উদ্ধার
নওগাঁয় জেলার রাণীনগর উপজেলায় দুঃস্থদের মাঝে বিতরণের জন্য ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর (ভিজিডি) সাড়ে ৫০০ কেজি চাল উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম বুধবার দুপুরে ওই উপজেলার ঘোষগ্রাম বাজারে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করেন।
তিনি জানান, সকালে রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নে ভিজিডির চাল বিতরণ চলছিল।
বেনাপোল বন্দর দিয়ে ১২০ মেট্রিক টন বিস্ফোরক আমদানি
এসময় ভবানীপুর গ্রামের মৃত ফাজিল প্রামাণিকের ছেলে হামিদুল ইসলাম ও হামিদুলের ছেলে মকলেছুর রহমান ঘোষগ্রাম বাজারে
নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর এসব চাল ক্রয় করে ঘরে মজুদ করছিল।
পরে সংবাদ পেয়ে ঘোষগ্রাম বাজারে হামিদুলের চাল রাখার গুদামে অভিযান চালানো হয়।
চারঘাটে নবনির্মিত কৃষি প্রশিক্ষন ভবন উদ্বোধন
পরে গুদাম ঘর থেকে ভিজিডির সাড়ে ৫০০ কেজি চাল উদ্ধার করা হয়।
তবে প্রসাশনের লোকজনের উপস্থিতি টের পেয়ে হামিদুল ও তাঁর ছেলে সটকে পরে।
নওগাঁয় সাড়ে ৫০০ কেজি এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।




Pingback: নড়াইল পৌরসভার মেয়র প্রার্থী নারীনেত্রী আঞ্জুমান আরা - দ্যা বাংলা ওয়াল