নড়াইলের দৈনিক ওশান পত্রিকা ২৮ বছরে পদার্পন
নড়াইলের দৈনিক ওশান পত্রিকা ২৮ বছরে পদার্পন । এ উপলক্ষে আজ শনিবার নড়াইল প্রেস ক্লাবে কেক কাটা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্টানে অতিথি ছিলেন নড়াইল পুলিশ সুপার মোহম্মদ জসিমউদ্দিন পিপিএম (বার)।
নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকুর সভাপতিত্বে উক্ত অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ওশান পত্রিকার সম্পাদক অ্যাডঃ মোঃ আলমগীর সিদ্দিকী,
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসলাম।
লক্ষ্মীপুর জেলা কারগারের উদ্যোগে পুরস্কার বিতরণী
অনুষ্টান পরিচালনা করেন নড়াইল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ শামিমুল ইসলাম।
এ সময় নড়াইল প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
আলমগীর সিদ্দিকী স্বাগত বক্তব্যে বলেন দৈনিক ওশান পত্রিকা ২৮ বছরে পদার্পন করল। ১৯৯৩ সালের ১লা জানুয়ারী প্রত্রিকাটির প্রকাশনা শুরু হয়।
এ দীর্ঘ পথযাত্রায় নড়াইলের সাংবাদিকেরা অতদ্র প্রহরীর ভ‚মিকায় ছিলেন। পত্রিকাটি প্রকাশনাকালে লেটার প্রেসে পত্রিকা প্রকাশ হতে থাকে।
পরে সময়ের চাহিদা অনুযায়ী অফসেটে প্রত্রিকা প্রকাশ হচ্ছে।
নড়াইলে জাতীয় সমাজ সেবা দিবস পালিত
আসলে আমি কম্পিউটার ,ডিজিটাল পদ্ধতি কম বুঝি। আমি চেষ্টা করি প্রত্রিকাটির আধুনিকায়ন অব্যহত রাখতে।
যখন যেটা নাবুঝি তখন জুনিয়রভাই ও বন্ধুদের সাহায্য নিয়ে থাকি। আপনারা আমার অপারগতাকে আন্তরিকভাবে দেখে থাকেন।
শতসমস্যা থাকলেও সাংবাদিক বন্ধুরা সাহায্য করে থাকেন। আমি আপনাদের নিকট কৃতজ্ঞ।
বিভিন্ন অফিস আদালত ও শুভকাঙ্কিরা বিজ্ঞাপন দিয়ে প্রত্রিকার অর্থনীতিকে ধরে রাখার চেষ্টা করেন। এ জন্য আমি আপনাদের সংশ্লিষ্ট সকলের নিকট ঋনী।
নড়াইলের দৈনিক ওশান পত্রিকা দীর্ঘ পথযাত্রায় আপনাদের এ সহযোগীতা অব্যহত থাকবে বলে আশাকরি।
২৮ বর্ষে পদার্পনে আপনাদের সকলের সর্বাঙ্গীন সহযোগীতা কামনা করছি। ২০২১ সালের সূচনালগ্নে আমরা সকলে ইনসাল্লাহ ভাল থাকব এ প্রত্যাশা রইল।
অতিথিবৃন্দ পত্রিকাটির প্রকাশনায় সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন ।
Pingback: রংপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত - দ্যা বাংলা ওয়াল
Pingback: কুড়িগ্রামে ফের বুড়ি তিস্তা দখলের অপচেষ্টা! - দ্যা বাংলা ওয়াল