মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
মঙ্গলবার ( ৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ইত্তেফাক অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শারীরিক অবস্থার কথা জানতে চাইলে শায়রুল কবির বলেন, চিকিৎসায় প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ছয় সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
মাগুরায় ২ মাথাওয়ালা কন্যা সন্তানের জন্ম
তারা শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। তিনি বলেন, মওদুদ আহমদের স্ত্রী হাসনা মওদুদের সঙ্গে ডাক্তাররা কথা বলেছেন।
মওদুদ আহমদের শারীরিক অবস্থার জন্য পরিবারকে দোয়া করতে বলা হয়।
ভারতের স্বাস্থ্য সচিব বললেন, ভ্যাকসিন রফতানি করা যাবে
ব্যারিস্টার মওদুদ আহমদ গত ২৯ ডিসেম্বর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউ-তে ভর্তি করা হয়।
বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। মঙ্গলবার দুপুরের পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
Pingback: যশোরের শার্শায় ফেন্সিডিলসহ যশোরের আইনজীবি আটক - দ্যা বাংলা ওয়াল