সরকারি জায়গায় বিল্ডিং করলে সরকার দেখবে
সরকারি জায়গায় বিল্ডিং করলে সরকার দেখবে। সরকারি জমি দখল করে মুরগী ফার্ম গড়ে তুলেছেন প্রভাবশালী শরিফুল ইসলাম। কোন বাধা মানেননি তিনি।
উপরান্ত সরকারি জায়গায় যদি কোন বিল্ডিং করে থাকি সেটা সরকার দেখকে বলে মন্তব্য করেন তিনি।
আর এসব দেখার যাদের দায়িত্ব তারাও রয়েছেন নীরব ভূমিকায়। এ নিয়ে এলাকার কৃষকদের মাঝে ক্ষোভের সৃস্টি হয়েছে।
এলাকার লোকজন জানান, যশোরের বেনাপোলের গয়ড়া গ্রাম থেকে শার্শার চটকাপোতার দিকে মাঠের মাঝ দিয়ে যে সড়কটি গেছে তার পাশে সম্প্রতি
শার্শার চটকাপোতা গ্রামের প্রভাবশালী শরিফুল ইসলাম নির্মান করেছে একটি বিশালকৃতির মুরগীর ফার্ম।
তার পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে একটি সরকারি খাল। ওই খাল থেকে সেচ দিয়ে জমি আবাদ করে এখানকার কৃষকরা।
বলাৎকারের অভিযোগে ঝিকরগাছায় মাদরাসা শিক্ষক গ্রেফতার
ওই মুরগী ফার্মের পাশের খাল এর পাড়ে সরকারি জমি দখল করে বিল্ডিং নির্মান করায় ক্ষুব্ধ হয়েছে এলাকবাসী।
তারা ইরিধানে খাল থেকে দুরের জমিতে পানি দিত যে পথে ঠিক সেই পথটিতে এ ফার্ম এর বিল্ডিং নির্মান করেন শরিফুল ইসলাম।
সরকারি জমিতে বিল্ডিং তৈরীর কাজে কেউ কেউ বাধা দিলেও তাদের কোন কথাই কর্ণপাত করেননি তিনি।
গয়ড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে কৃষক আনিছুর রহমান বলেন, আমরা তাকে সরকারী জমিতে বিল্ডিং তৈরী করতে নিষেধ করি।
কিন্তু সে আমাদের কোন কথাই তিনি শোনেনি। সে বলেছে এটা সরকার দেখবে।
ফটোকপির দোকানে সরকারি দফতরের জাল কাগজপত্র
তিনি রাজনীতির ক্ষমতা দেখিয়ে এই জমি দখল করে ফার্ম করেছে বলে মন্তব্য করেন আনিছুর রহমান।
মুরগী ফার্মের মালিক শরিফুল ইসলাম বলেন, আমার ফার্মের বিল্ডিং এর কিছু অংশ সরকারি জমিতে পড়তে পারে।
এটা নিয়ে এত হৈচৈ কেন করছেন। সরকারি জমিতে বিল্ডিং করলে সরকার দেখবে।
এ ব্যাপারে শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি বলেন আমি বিষয়টি জানি না।
ভুক্তভোগিরা অভিযোগ দিলে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।
Pingback: শ্রীপুরে প্রচারনায় ব্যবহৃত হচ্ছে উচ্চক্ষমতা সম্পন্ন যন্ত্র - দ্যা বাংলা ওয়াল
Pingback: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অগ্নিকান্ডে ঘরবাড়ি-গুদাম ভষ্মিভূত - দ্যা বাংলা ওয়াল