সন্তানের বাবা হলেন অভিনয়শিল্পী ও নির্মাতা মিলন ভট্টাচার্য
পুত্র সন্তানের বাবা হলেন জনপ্রিয় অভিনয়শিল্পী ও নির্মাতা মিলন ভট্টাচার্য।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী ড.তারিন মাহমুদ ছেলে সন্তানের জন্ম দিয়েছেন।
নড়াইলে সোনালী ব্যাংক চত্বর থেকে চার লাখ টাকা খোয়া
তাদের প্রথম সন্তান আগমণের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রকাশ করেছেন মিলন নিজেই।
এ বিষয়ে মিলন জানান, এই অনুভূতিটি প্রকাশ করার মতো না। মা ও ছেলে দুইজনের শারীরিক অবস্থা ভালো। তাদের জন্য সবাই দোয়া চাইছি।
এখনো নবজাতকের নাম ঠিক না করলেও রাতের মধ্যে প্রিয় পুত্রের নাম রাখবো।
নড়াইলে শিশু কানন নাট্যদলের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সন্তানের বাবা হলেন অভিনয় ও পরিচালনা দুই কাজেই নিয়মিত দেখা যায় মিলন ভট্টাচার্যকে। ‘জরুরি বিবাহ’, ‘মেজাজ ফরটি নাইন’, ‘ভালো হতে পয়সা লাগে না’সহ
অসংখ্য একক নাটক নির্মাণ করে দর্শকদের কাছে পরিচালক হিসেবে পরিচিতি পেয়েছেন।
এছাড়া ‘ইনডিসিফিলিন’ ও ‘চাঁদের হাট’র মতো বেশকিছু ধারাবাহিক নাটক নির্মাণ করে নজর কেড়েছেন মিলন ভট্টাচার্য।
Pingback: চট্টগ্রামে বায়েজিদ থানায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী - দ্যা বাংলা ওয়াল