দেশব্যাপীআইন- আদালতপরিবেশ ও সমাজসব খবর

শার্শায় বড় ভাই পিটিয়ে আহত করল ছোট বোনকে

শার্শায় বড় ভাই পিটিয়ে আহত করল ছোট বোনকে।

জমিজমার পূর্ব শত্রুতার জেরে বড় ভাই ইদ্রিস আলী মারধোর করে আহত করেছে বিদেশ থেকে আসা ছোট বোন মর্জিনা খাতুনকে।

ভাইয়ের সাথে একাজে সহযোগিতা করেছে ভাইয়ের স্ত্রী রওশন আরা ও ছেলে বিপ্লব হোসেন।

তবে ভাই ইদ্রিস আলী ঘটনাটি অস্বীকার করে বলেন, ছোট বোন উল্টো করে আমাকে মেরেছে।

এ বিষয়ে শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করেছে মর্জিনা খাতুন।

অভিযোগে জানা যায়, শার্শা উপজেলার বাঁগআচড়া ইউনিয়নের বসতপুর গ্রামের মৃত আব্দুল জলিলের মেয়ে মর্জিনা খাতুন

দীর্ঘ দিন যাবত বিদেশে চাকরী শেষে এক বছর আগে বাড়ি আসেন।

বাড়ি ফেরার পর থেকে ভাই, ভাইপো ও ভাবির সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে।

শুক্রবার দুপুরে ভাই, ভাইপো ও ভাবি অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

চট্টগ্রামে বায়েজিদ থানায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী

শার্শায় বড় ভাই পিটিয়ে এক পর্যায়ে কেন এ এমন করা হচ্ছে জানতে চাইলে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারপিট করলে আহত হয়।

পরে বৃহস্পতিবার সকালে আগের ঘটনার জের ধরে আবারো মেহগনি কাঠের চলা দিয়ে বেদম মারপিট করে।

মর্জিনা খাতুন বলেন, আমি বিদেশ থাকাকালীন সময়ে ভাই, ভাবি ও ভাইপোকে স্বর্ণ, কম্বলসহ অনেক ব্যবহারের জিনিস দিয়েছি।

বাড়ি আসার পর থেকে জমি নিয়ে বিবাদ চলে আসছে।

ঘটনার দিন সকালে আমার দেওয়া ওই সব জিনিস ফেরত দেয় এবং গালিগালাজ করে।

বিষয়টি জানতে চাইলে আমাকে তারা প্রচুর মারপিট করে। এ সময় মা বাধা দিলে তিনিও মারপিটের শিকার হন।

রংপুরে চালের গুদামে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

মারপিটের এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আমার সমস্ত পিঠ, হাত পায়ে মারের দাগ আছে।

আমি ৯৯৯ নম্বর এ কল দিলে শার্শা থানার এসআই পবিত্র বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন।

জীবনের নিরাপত্তার কথা ভেবে আমি থানায় একটি অভিযোগপত্র দিয়েছি।

এ ব্যাপারে ইদ্রিস আলীর কাছে জানতে চাইলে দম্ভোক্তির সাথে সংবাদকর্মীদের বলেন, এটা একটা পারিবারিক বিষয়।

এই নিয়ে আপনারা মিডিয়ায় ফ্লাশ করছেন এটা দু:খজনক ব্যাপার।

আমি কোন বক্তব্য দিতে পারব না, এতে আমার জেল ফাঁসি যা হয় হবে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বলেন, মারপিটের ঘটনায় থানায় একটি অভিযোগ পত্র দাখিল করেছে ভূক্তভোগী মর্জিনা খাতুন।

তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

/ মোঃ জামাল হোসেন

www.thebanglawall.com
দ্যা বাংলা ওয়াল, The Bangla Wall, www.thebanglawall.com
দ্যা বাংলা ওয়াল, The Bangla Wall, www.thebanglawall.com
www.thebanglawall.com
www.thebanglawall.com

বেনাপোল (যশোর) করেসপনডেন্ট

Md. Jamal Hossain Mobile: 01713-025356 Email: jamalbpl@gmail.com Blood Group: Alternative Mobile No: Benapole ETV Correspondent

One thought on “শার্শায় বড় ভাই পিটিয়ে আহত করল ছোট বোনকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *