দেশব্যাপীজীবনশৈলীশিরোনামসর্বশেষসব খবর

শাহজাদপুরের প্রবীণ চিকিৎসক ডাঃ আবু সাঈদ আর নেই

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের স্বনামধন্য প্রবীণ চিকিৎসক ডাঃ মূহম্মদ আবু সাঈদ (৯৭) গতকাল বুধবার রাত সাড়ে ১০টায়

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় তাঁর ছেলের বাসায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহে…..রাজেউন)।

তিনি বার্ধক্যজনিত কারণে নানা জটিলতায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর মহল্লার নিজ বাসভবনে আনা হয়।

মাদকমুক্ত সমাজ গড়ার সুযোগ চাই

এ সময় নানা শ্রেণি পেশার মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানায়।

দুপুরে স্থানীয় সরকারি কলেজ মাঠে তাঁর প্রথম নামাজে জানাযা এবং বিকেলে তাঁর গ্রামের বাড়ি উপজেলার চর নরিনা হাই স্কুল মাঠে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়।

মেয়াদের শেষ দিনে স্কুল সভাপতির চিরবিদায়

পরে নরিনা করবস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, নাতি- নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এদিকে সর্বজন শ্রদ্ধেয় শাহজাদপুরের প্রবীণ চিকিৎসক ডাঃ আবু সাঈদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

/ এম,এ, জাফর লিটন

The Bangla Wall
http://shopno-tv.com/
https://shopnotelevision.wixsite.com/reporters
Shopno Television
Shopno Television
http://shopno-tv.com/

সিরাজগঞ্জ ডিষ্ট্রিক্ট করেসপনডেন্ট

# 46 সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা এম, এ, জাফর লিটন নাম: মোঃ আবু জাফর (লিটন) মোবাইল নং ০১৭১২৩৩৮৭২৮ ইমেইল : zafarliton@gmail.com পিতা: মোঃ মফিজ উদ্দিন খাঁন গ্রাম ও ডাকঃ ইসলামপুর (ডায়া) উপজেলা: শাহজাদপুর, জেলা: সিরাজগঞ্জ। শিক্ষাগত যোগ্যতা: এমএ (সমমান) পেশাগত যোগ্যতা: সাবেক উপজেলা প্রতিনিধি : মাইটিভি, সংবাদদাতা : দৈনিক যায়যায়দিন, সম্পাদক ও প্রকাশক : সাপ্তাহিক উত্তর দিগন্ত সহ-সভাপতি : শাহজাদপুর প্রেসক্লাব, সিরাজগঞ্জ। জাতীয় পরিচয়পত্র নং ৮৮১৬৭৮৭৪৩১৩৮২ বিকল্প নং: ০১৭১০৫৩৮৮৬৬ রক্তরে গ্রুপ: এ+

One thought on “শাহজাদপুরের প্রবীণ চিকিৎসক ডাঃ আবু সাঈদ আর নেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *