শাহজাদপুরের প্রবীণ চিকিৎসক ডাঃ আবু সাঈদ আর নেই
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের স্বনামধন্য প্রবীণ চিকিৎসক ডাঃ মূহম্মদ আবু সাঈদ (৯৭) গতকাল বুধবার রাত সাড়ে ১০টায়
ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় তাঁর ছেলের বাসায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহে…..রাজেউন)।
তিনি বার্ধক্যজনিত কারণে নানা জটিলতায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর মহল্লার নিজ বাসভবনে আনা হয়।
মাদকমুক্ত সমাজ গড়ার সুযোগ চাই
এ সময় নানা শ্রেণি পেশার মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানায়।
দুপুরে স্থানীয় সরকারি কলেজ মাঠে তাঁর প্রথম নামাজে জানাযা এবং বিকেলে তাঁর গ্রামের বাড়ি উপজেলার চর নরিনা হাই স্কুল মাঠে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়।
মেয়াদের শেষ দিনে স্কুল সভাপতির চিরবিদায়
পরে নরিনা করবস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, নাতি- নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে সর্বজন শ্রদ্ধেয় শাহজাদপুরের প্রবীণ চিকিৎসক ডাঃ আবু সাঈদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Pingback: শাহজাদপুরে নির্মাণের ২০ বছরেও তৈরি হয়নি সংযোগ সড়ক - দ্যা বাংলা ওয়াল