নড়াইলে দুই বিদ্রোহী মেয়র প্রার্থীকে বহিষ্কার আওয়ামীলীগ
নড়াইলে রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নড়াইল ও কালিয়া পৌরসভায় আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায়
তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। নড়াইল ও কালিয়া দুটি পৌরসভায় দুই জন বিদ্রোহী প্রার্থী মেয়র পদে লড়ছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নড়াইল পৌরসভায় মেয়র পদে নির্বাচন করছেন ৪ জন।
বর্ষীয়ান রাজনীতিক খালেদুর রহমান টিটোর মহাপ্রয়াণ
নড়াইলে দুই বিদ্রোহী এরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুমান আরা, বিএনপি মনোনীত জুলফিকার আলী এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী
পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা খায়রুজ্জামান।
কালিয়া পৌরসভায় মেয়র পদে ৩ জন নির্বাচন করছেন।
নবীগঞ্জে পৌর নির্বাচনী প্রচারণা সভায় ককটেল বিষ্ফোরণ
এরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওয়াহিদুজ্জামান হীরা, বিএনপি মনোনীত ওয়াহিদুজ্জামান মিলু এবং
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র ও কালিয়া স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক ফকির মুশফিকুর রহমান লিটন।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস দলের দুই বিদ্রোহী প্রার্থী সরদার আলমগীর হোসেন ও
মুশফিকুর রহমান লিটনকে বহিষ্কারের বিষয় নিশ্চিত করেছেন।