ইভিএম পদ্ধতিতে ভোট দিতে পেরে খুশি ভোটাররা
ইভিএম পদ্ধতিতে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে শনিবার (১৬ জানুয়ারী)
সকাল ৮টা থেকে ৯টি ওয়ার্ডের ২৬টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
তবে এখন পর্যন্ত (বেলা ১১টা) কোথাও কোনো বিশৃঙ্খলার অভিযোগ পাওয়া যাইনি। উৎসবমুখর পরিবেশে সকাল থেকেই নারী-পুরুষ ভোটারদের উপস্থিতি সন্তোষজনক।
শ্রীপুর পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইস্তাফিজুল হক আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
২নং ওয়ার্ডের শ্রীপুর পাইলট বালিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটার কামাল হোসেন (৩৫) বলেন, ইভিএম পদ্ধতিটা সত্যিই ভাল।
তবে, যদি ভোটারদেরকে আরো কয়েকদিন আগে নির্বাচন কমিশন থেকে এ বিষয়ে প্রশিক্ষন দেওয়া হতো তাহলে খুব দ্রুত ভোট গ্রহণ করা যেত।
সত্যিই ইভিএম পদ্ধতি প্রশংসনীয়। ৫নং ওয়ার্ড মাধখলা (তুলা গবেষনা কেন্দ্র) ভোটার বিলকিস আক্তার (৪৫) জানান,
ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট দিতে পেরে খুবই খুশি। তুলনামূলকভাবে সহজ এবং খুব কম সময় লাগে।
১নং ওয়ার্ডের শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা মিনারা খাতুন (২৬) জানান, প্রথমবার ভোট দিতে পেরে আমি আনন্দিত।
কোন প্রকার বিশৃঙ্খলা এখনো ঘটেনি। শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছি। এখনো কোনো সমস্যা হয়নি, নিজের ভোট নিজেই দিতে পেরেছি।
শার্শায় ইঞ্জিনচালিত ভ্যান উল্টে এক নারীর মৃত্যু
ইভিএম পদ্ধতিতে ভোট শেষ পর্যন্ত ভোটের পরিবেশ এমন থাকবে এটাই তার প্রত্যাশা।
৭নং ওয়ার্ডের ভোটার শ্রমিক নেতা আলমগীর হোসেন (২৭) বলেন, সকাল থেকেই নারী-পুরুষ ভোটারের উপস্থিতি ভাল।
ইভিএম পদ্ধতিতে ভোট দিতে পেরে খুব ভাল লাগছে। প্রথম প্রথম একটু দেরি হলেও দিন বাড়ার সাথে সাথে দ্রæত ভোট দিতে পারছে ভোটাররা।
৩ নং ওয়ার্ড লোহাগাছ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার মাহফুজ (৩০) ও কোহনুর আক্তার (৪৮) জানান,
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন হচ্ছে। ভোটারদের এমন উৎসাহ দেখে সত্যিই অবাক হয়েছি।
শ্রীপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এ নির্বাচনে মোট ২১৬ জন আনসার বাহিনীর সদস্য মোতায়ের করা হয়েছে।
এর মধ্যে ৭৮ জন নারী সদস্য। অধিক গুরুত্বপূর্ণ আটটি কেন্দ্রে ৯জন এবং অন্যান্য সাধারণ কেন্দ্রে ৮জন করে সদস্য মোতায়ের করা হয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাচন কর্র্মকর্তা ও সহকারী রিার্টনিং অফিসার এ এম শামসুজ্জামান জানান, ২০০ সালে প্রতিষ্ঠিত শ্রীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন,
সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪৭ প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন।
কভিড টিকা বিতরণে স্বচ্ছতা কার্যক্রমে নিশ্চিতের দাবি
৯টি ওয়ার্ডে মোট ভোট কেন্দ্র ২৬টি। এর মধ্যে পুরুষ ভোট কেন্দ্র ১০টি, মহিলা ভোট কেন্দ্র ১০ এবং উভয় ভোট কেন্দ্র ৬াট।
ভোট কক্ষ ১৯০টি এবং অস্থায়ী ভোট কক্ষ ২৬টি। তিনি আরো জানান, মোট ভোটার ৬৭ হাজার ৯৩৫ জন।
এর মধ্যে পুরুষ ভোটার ৩৩ হাজার ৮৩২ জন এবং মহিলা ভোটার ৩৪ হাজার ১০৩ জন।
গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকতা মোহাম্মদ ইস্তাফিজুল হক আকন্দ বলেন,
২৬টি কেন্দ্রে ২৬ জন প্রিজাইডিং অফিসার, ১৯০ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৩৮০ জন পোলিং এজেন্ট মোতায়েন করা হয়েছে।
এছাড়া একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনে দায়িত্ব পালন করবেন।
Pingback: মিলছে না আঙ্গুলের ছাপ, বিড়ম্বনা, ইভিএমে বড় সমস্যা আঙ্গুল - দ্যা বাংলা ওয়াল