সিরাজগঞ্জে নির্বাচনে বিজয়ী হয়েই খুন কাউন্সিলর
সিরাজগঞ্জে নির্বাচনে বিজয়ী হয়েই খুন হয়েছেন কাউন্সিলর।
পৌরসভা নির্বাচনে সিরাজগঞ্জে পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ছুরিকাঘাতে বিজয়ী কাউন্সিলর তারিকুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন।
সিরাজগঞ্জে নির্বাচনে বিজয়ী হয়েই শনিবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটান ঘটে।
নিহত তারিকুল ইসলাম শহরের নতুন ভাঙাবাড়ি মহল্লার আব্দুল কুদ্দুসের ছেলে।
যশোর করোনারি কেয়ার ইউনিটে পদ সৃষ্টি হলেও জনবল নেই
তিনি পৌরসভার ৬নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ডালিম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ৮৫ ভোটে জয়লাভ করেন।
ছুরিকাঘাতের পর তারিকুল ইসলামকে শহরের প্রাইম হাসপাতালে নেওয়া হয়।
সুনামগঞ্জ পৌর নির্বাচনে নির্বাচিত হলেন যারা
সেখান থেকে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফানাকী বিষয়টি নিশ্চিত করেছেন।
Pingback: পৌরসভায় যারা মেয়র নির্বাচিত দ্বিতীয় ধাপে - দ্যা বাংলা ওয়াল
Pingback: সাভার পৌরসভার পৌরমেয়র হলেন মোহাম্মদ আঃ গণি মিয়া - দ্যা বাংলা ওয়াল