কেরানীগঞ্জে ১৬ লাখ মিটার কারেন্ট জাল জব্দ
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে ১৬ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি দল।
জব্দকৃত কারেন্ট জালের বাজার মূল্য আনুমানিক প্রায় ৩ কোটি ১৯ লাখ টাকা।
গতকাল মঙ্গলবার সকাল ১১ টার দিকে ধলেশ্বরী ব্রীজ সংলগ্ন রাস্তা থেকে এসব জাল উদ্ধার করা হয়।
শার্শায় ৫০ গৃহহীন পরিবার পাচ্ছে জমিসহ বাড়ি
কোস্ট গার্ডের পাগলা স্টেশন কমান্ডার লেঃ আশমাদুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি মিনি ট্রাকসহ এই জাল জব্দ করা হয়।
পরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ ও
সিনিয়র মৎস কর্মকর্তা সেলিম রেজার উপস্থিতিতে কেরানীগঞ্জে ১৬ লাখ মিটার এই জাল পোড়ানো হয়।
শার্শায় অবৈধ ক্লিনিক সিলগালা করে মালিককে জরিমানা
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ বলেন,
একটি মিনি ট্রাক জব্দ করে আমরা আঠারোটি বস্তার মধ্যে কারেন্ট জাল পাই পরে তা পুড়িয়ে দেই।
তবে মালিক পক্ষের কাউকে আটক করা যায়নি।
Pingback: সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ৫টি কুকুর উপহার - দ্যা বাংলা ওয়াল