প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা এমপিসহ ৫০ জনের সাজা
সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা মামলায় সাবেক এমপিসহ ৫০ জনের সাজা।
সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায়
সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার ৪সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবির এ রায় ঘোষণা করেন।
সকালে এ মামলায় জেলহাজতে থাকা ৩৪ আসামিকে কারাগার থেকে সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম মো: হুমায়ুন কবীরের আদালতে হাজির করা হয়।
প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা পরে তিনি জনার্কীণ আদালতে রায় ঘোষণা করেন।
নড়াইলে দায়ের করা মামলায় তারেক জিয়ার কারাদন্ড
সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে হাবিবুল ইসলাম হাবিব, আরিফুর রহমান ও রিপনকে ১০ বছর করে, আব্দুল কাদের বাচ্চুর ৯ বছর,
আব্দুর রাজ্জাকের ৬ বছর এবং শেখ তামিম আজাদ মেরিন, আব্দুর রাকিব মোল্লা, আক্তারুল ইসলাম, মফিজুল ইসলাম, আব্দুল মজিদ,
অ্যাড. আব্দুস সামাদ, হাসান আলী, ইয়াছিন আলী, ময়না, আব্দুস সাত্তার, আব্দুর রব, রিংকু ও আব্দুস সামাদকে ৪ বছর ৬ মাস করে,
আশরাফ হোসেন, নজরুল ইসলাম, খঅলেদ মঞ্জুর রোমেল, তোফাজ্জেল হোসেন সেন্টু, মাজহারুল ইসলাম, আব্দুল মালেক,
সোনারগাঁয়ের শীতার্তদের মাঝে ডালিয়া লিয়াকতের শাল বিতরন
জহুরুল ইসলাম, রবিউল ইসলাম, গোলাম রসুল, অ্যাড. আব্দুস সাত্তার, মো: আলাউদ্দিন, আলতাফ হোসেন, সঞ্জু, নাজমুল হোসেন, শাহাবুদ্দিন,
সাহেব আলী, সিরাজুল ইসলাম, টাইগার খোকন, জাবিদ রায়হান লাকী, রকিব, ট্রলি শহীদুল, কনক, শেখ কামরুল ইসলাম,
মনিরুল ইসলাম, ইয়াছিন আলী, শেলী, শাহিনুর রহমান, বিদার মোড়ল, সোহাগ হোসেন, মাহাফুজুর মোল্লা, আব্দুল গফ্ফার গাজী ও
মাহাফুজুর রহমান সাবুকে ৪ বছর করে কারাদন্ড দেওয়া হয়েছে।
আদালতে মোট ৫০ জন আসামির মধ্যে ৩৪জন উপস্থিত ছিলেন। বাকীরা পলাতক রয়েছেন।
সাতক্ষীরা আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।



