বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
রিজভী-সোহেল-নিপুনসহ বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিলের ঘটনায়
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল,
কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নিপুণ রায় চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা করেছে পুলিশ।
মামলার এজাহারে বিএনপির অজ্ঞাত আরও ১০০/১২০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
তালায় তাফসীরুল কুরআন মাহফিল মুসলিমের ঢল
বুধবার রাতে রাজধানীর শাহবাগ থানায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. গোলাপ উদ্দিন মাহমুদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুন অর রশিদ।
মে মাসের মাঝামাঝিতে ইউপি নির্বাচন শুরু
গত মঙ্গলবার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭২তম সভায় জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা খেতাব বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।
এ সিদ্ধান্তের প্রতিবাতে বুধবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনস্থ ফার্স হোটেলের সামনে থেকে একটি বিক্ষোভ ও মশাল মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা।
দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলটি বিজয়নগরের দিকে অগ্রসর হলে পুলিশ তাতে বাধা দেয়।
বিএনপির শতাধিক নেতাকর্মীর পুলিশ মিছিল থেকে যুবদল নেতা শরীফসহ কয়েক জনকে গ্রেফতার করে নিয়ে যায়।
Pingback: ৬৬ শতাংশের বেশি লোক করোনার টিকা নিতে আগ্রহী - দ্যা বাংলা ওয়াল
Pingback: দুটি মাস্ক পরলে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি কম - দ্যা বাংলা ওয়াল