শ্রীপুরে টিউলিপ বাগান পরিদর্শনে কৃষিমন্ত্রী
শ্রীপুরে টিউলিপ বাগান পরিদর্শনে কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক।
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্বখন্ড গ্রামের দেলোয়ার হোসেনের ফুলবাগান পরিদর্শন করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
এ সময় তিনি দেলোয়ারের মৌমিতা ফ্লাওয়ার্স এর বিভিন্ন শেড ঘুরে দেখেন।
শুক্রবার বিকেল ব্যক্তিগত সফরে এ বাগান পরিদর্শন করতে আসেন আব্দুর রাজ্জাক।
বাগান পরিদর্শন শেষে ড. আব্দুর রাজ্জাক বলেন, আমি ফুল দেখে খুশি হয়েছি। অপ্রচলিত এসব ফুল বিভিন্ন দেশে রপ্তানির ব্যাবস্থা নেওয়া হবে।
পৃথিবীর উন্নত দেশগুলোতে আমাদের ফুল রপ্তানির বড় বাজার আছে।
রংপুরে সালিশী বৈঠকে মারামারি: আহত ৫
তিনি আরও বলেন, আমরা অপ্রচলিত কৃষি পন্যের উৎপাদনকে উৎসাহিত করছি।
কৃষি উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানির সাথে জড়িত সবাইকে সুযোগ সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হবে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর-৩ আসনের সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারী,
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোন্দকার ইমাম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা এ এসএম মূয়ীদুল হাসান, শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান,
পৌর আ.লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লা প্রমূখ।
রংপুরে চোরাই মালামালসহ গ্রেফতার ৯
উল্লেখ্য, গত ২০১৭ সালে ফুল চাষে সফলতা দেখিয়ে বঙ্গবন্ধু কৃষি পুরস্কার জেতা দেলোয়ার হোসেন গত দুই বছর ধরে তার বাগানে শীত প্রধান দেশের ফুল টিউলিপ ফুটাচ্ছেন।
এছাড়া সম্প্রতি দেশে প্রথমবারের মতো জি নাই নামের উন্নত জাতের কলা চাষ করেও সাড়া জাগিয়েছেন।
শ্রীপুরে টিউলিপ বাগান তার বাগানে আছে স্ট্রবেরি, ক্যাপসিকাম, জারবেরা, টিউলিপ, অরিয়েন্টাল লিলিসহ নানা ধরনের ফুল, ফল ও সবজি চাষ প্রকল্প।

Pingback: সিরাজগঞ্জের কাজিপুরে র্যাবের অভিযান জরিমানা - দ্যা বাংলা ওয়াল