সাতক্ষীরায় ৩৪টি কেন্দ্রে এগিয়ে বিএনপির তাজকিন
সাতক্ষীরায় ৩৪টি কেন্দ্রে এগিয়ে বিএনপির তাজকিন আহমেদ চিশতি।
সাতক্ষীরা পৌরসভা নির্বাচনের ৩৭টি কেন্দ্রের মধ্যে ৩৪ কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে।
৩৪টি কেন্দ্রের ভোট গণনা শেষে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন বিএনপির প্রার্থী তাজকিন আহমেদ চিশতি।
তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২১১৭০ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ আওয়ামী লীগের শেখ নাসেরুল হক নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১১৯৩৮ ভোট।
৩৪টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তৃতীয় অবস্থানে আছেন স্বতন্ত্র প্রার্থী নাসিম ফারুক খান মিঠু।
নারকেলগাছ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১০৭৩৮ ভোট। জগ প্রতীক নিয়ে আরেক স্বতন্ত্র প্রার্থী শেখ নুরুল হুদা পেয়েছেন ২৪৬৮ ভোট।
গাজীপুরের শ্রীপুর কপাটিয়াপাড়া থেকে চিত্রা হরিণ উদ্ধার
এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুস্তাফিজ-উর-রউফ হাতপাখা প্রতীকে পেয়েছেন ১৪৩২ ভোট।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা নির্বাচন অফিসে জেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার
নাজমুল কবির নির্বাচনের ফলাফল ঘোষণাকালে এ তথ্য জানান।
পিকনিক ট্রাজেডি : ১৫ ফেব্রুয়ারী স্মরন করবে বেনাপোলবাসি
এদিকে উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা পৌরসভা নির্বাচন। রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ।
সাতক্ষীরায় ৩৪টি কেন্দ্রে চলে বিকাল ৪ টা পর্যন্ত। সকালে ভোটকেন্দ্রে উপস্থিতির সংখ্যা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটার সংখ্যা।
তবে, সকালে শহরের রসুলপুর কেন্দ্রের বাইরে সড়কের উপর কিছুটা বিশৃংখলার সৃষ্টি হয় এবং
দুপুরে কাটিয়ার নবনূর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশের লাঠি চার্জের ঘটনা ঘটে।
এছাড়া এই নির্বাচনকে ঘিরে আর কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
