প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ রংপুর বিভাগীয় প্রশাসন
রংপুর অফিসঃ প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রংপুর বিভাগীয় প্রশাসন,
জেলা প্রশাসন, রংপুর সিটি কর্পোরেশন, মেট্রোপলিটন পুলিশ,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা পুলিশ প্রশাসন,জাতীয় শ্রমিক লীগ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন।
রাত ১২টা ১ মিনিটে ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে বিভাগীয় কমিশনার এবং মেয়র সিটি কর্পোরেশন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
সাভারের রাবির সাবেক শিক্ষার্থীকে হত্যার ঘটনায় আটক ১
এ সময় নেপথ্যে বাজছিল অমর একুশের কালজয়ী গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’।
ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর বিভাগীয় কমিশনার ও মেয়র সিটি কর্পোরেশন রংপুর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে
ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
বেনাপোলে বৈদ্যুতিক তার থেকে মাস্ক পাড়তে গিয়ে নিহত
মুক্তিযুদ্ধের রণাঙ্গনে নেতৃত্ব দানকারীদের সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ রংপুর ফুল দেয় প্রথম প্রহরে।
প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ। ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনারের বেদি।
Pingback: প্রধানমন্ত্রীর অর্থায়নে খাল খনন কাজ হবে - দ্যা বাংলা ওয়াল
Pingback: সন্ধ্যায় লাখো প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ - দ্যা বাংলা ওয়াল