হবিগঞ্জের বাহুবলে শিকলে বেঁধে পিতাকে নির্যাতন
হবিগঞ্জের বাহুবলে শিকলে বেঁধে পিতাকে নির্যাতন।
হবিগঞ্জের বাহুবল উপজেলার ৪নং বাহুবল সদর ইউনিয়নের দশকাহনিয়া গ্রামে নিজের ছেলে সন্তানদ্বারা
বৃদ্ধ পিতা আবুল কালাম ওরফে আবু মিয়াকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন করা হচ্ছে।
একটি সূত্র জানায়, বৃদ্ধ আবু মিয়া বেশ কিছুদিন যাবৎ ঘর ছাড়া। ছেলেদের ভয়ে বাড়িতে আসতে পারছেন না তিনি।
ভাষা আন্দোলনের ৬৯ বছরেও নির্মাণ হয়নি শহীদ মিনার
গতকাল শনিবার (২০ফেব্রুয়ারী) তিনি বাড়িতে আসলে তার ছেলেরা তার উপর নির্যাতন করে ঘরের মধ্যে শিকল দিয়ে বেঁধে রাখে।
আজ রবিবার বেলা ১টা পর্যন্ত তিনি ঘরে শিকল বন্দি অবস্থায় রয়েছেন। পাড়া প্রতিবেশী কাউকে তার রুমে প্রবেশ করতে দিচ্ছে না ছেলেরা।
নড়াইলের কালিয়ায় সন্ত্রাসী হামলায় মসজিদের ইমামের মৃত্যু
শিকল বন্ধি জীবন থেকে বাঁচতে চান ওই বৃদ্ধ। ওই বৃদ্ধ ছেলেদের নামে জায়গা সম্পত্তি না দেওয়ার কারনেই তাকে বেঁধে রাখা হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
হবিগঞ্জের বাহুবলে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বলেন, লোকটি মানষিক ভাবে বিকারগ্রস্থ, পাড়াপ্রতিবেশিরা জানিয়েছে
তিনি সব জায়গা সম্পত্তি অন্যত্র বিক্রি করে দিচ্ছেন, ঘটনাস্থলে পুলিশ ও আমাদের তহশীলদারও সেখানে গেছেন।
বিষয়টি দেখছেন বলেও জানান তিনি।
