শাহজাদপুরের মনোনয়ন প্রত্যাশী হোসেনের গণসংযোগ
শাহজাদপুরের গালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী আবুল হোসেনের গণসংযোগ, ব্যাপক সাড়া।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে
নৌকার মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক,
নন্দিত জননেতা মোঃ আবুল হোসেন আজ বুধবার বিকেলে কর্মি, সমর্থক এবং মোটর শোভাযাত্রা নিয়ে গালা ইউনিয়নের কাশিপুর বাজার,
দুগালী রমজান কারীর বাজার, বর্নিয়া বাজার, ভেড়াকোলা বাজারে সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেন।
নড়াইল শহরের একটি মুদি দোকানে আগুন
শাহজাদপুরের মনোনয়ন প্রত্যাশী গণ সংযোগকালে আওয়ামী লীগ নেতা আবুল হোসেন বলেন,
গত ১০টি বছর যাবত দলীয় নেতা- কর্মিদের সুখে দুঃখে পাশে থেকেছি।
তাই অবহেলিত এই ইউনিয়নের উন্নয়নের লক্ষ্যে আমি চেয়ারম্যান হতে চাই। জনগনের সেবক নয় বন্ধু হতে চাই।
শার্শায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন আফিল উদ্দিন এমপি
নেতা- কর্মিদের কাছের মানুষ হিসেবে আগামীতে আমাকেই মনোনয়ন দিবে দল এমনটা বিশ্বাস আবুল হোসেনের।
গণসংযোগ কালে উপস্থিত ছিলেন, আওয়ামি লীগ নেতা ইউপি সদস্য আবু সাঈদ, ইউপি সদস্য বিশা, সাবেক মেম্বর এরশাদ আলী, ইয়াকুব আলী, প্রমুখ।
/ এম, এ, জাফর লিটন

Pingback: উন্নত বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতার গুরুত্ব সেমিনার - দ্যা বাংলা ওয়াল
Pingback: ডায়াবেটিস পরীক্ষার মেশিন ও স্টিক দিলো বনিফেস - দ্যা বাংলা ওয়াল