দেশব্যাপীআইন- আদালতপরিবেশ ও সমাজশিরোনামসর্বশেষসব খবর

ছিনতাই হওয়া ৮ লাখ টাকা ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩

ছিনতাই হওয়া ৮ লাখ টাকা ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩।

যশোরের নাভারণে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের ছিনতাই হওয়া প্রায় ৮ লাখ টাকা ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার ও ছিনতাইয়ে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় ও বড়আঁচড়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও ছিনতাইকৃত টাকা, অস্ত্র এবং

ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের আহসানের ছেলে মো. সুজন (২৫),

একই গ্রামের তৈয়ব মোড়লের ছেলে আনোয়ার (২৫) ও ভবেরবেড় গ্রামের নুরুর ছেলে মো. নোমান (১৯)।

বৃহস্পতিবার (২৫ ফেব্রæয়ারি) বিকেলে নিজ দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিষয়টি জানান।

যশোরে করোনার টিকা নিলেন আরও ৪ হাজার ৯শ’৫০ জন

তিনি বলেন, বুধবার দুপুর দেড়টার দিকে যশোরের নাভারণে মেসার্স শরীফ ট্রেডাসের কর্মী শিমুল হোসেন টুটুল ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের

১৩ লাখ ৮০ হাজার টাকা বেনাপোলে ব্যাংকে জমা দিতে যান। এরমধ্যে মো. শরীফ ফোনে তার কর্মীকে ছয় লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে বাকী টাকা ফেরত আনতে বলেন।

এজেন্ট মালিকের কথা মত শিমুল হোসেন টুটুল সাত লাখ ৮০ হাজার টাকা ফেরত নিয়ে মোটর সাইকেলে আসছিলেন।

পথিমধ্যে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা মাঠপাড়া এলাকার জনৈক নূর হোসেনের বাড়ির সামনে থেকে ছিনতাইকারী সুজন,

আনোয়ার ও নোমান টুটুলের কাছে থাকা সাত লাখ ৮০ হাজার টাকা ও ব্যবহৃত স্মার্ট ফোন ছিনিয়ে নিয়ে মোটর সাইকেলে পালিয়ে যায়।

আজ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৮৫তম জন্মবার্ষিকী

এ ঘটনায় শার্শা থানায় মামলা হয়। খবর পেয়ে বুধবার রাতে ডিবি পুলিশের একটি টিম প্রযুক্তি ব্যবহার করে বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় ও বড় আঁচড়া এলাকা থেকে

ছিনতাইয়ে জড়িত তিনজনকে গ্রেফতার করে যশোর নিয়ে যায়।

এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত সাত লাখ ৬৪ হাজার টাকা, ভিকটিমের মোবাইল ফোন, একটি ওয়ান শ্যুটারগান ও

ছিনতাইকাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করে।

ছিনতাই ও অস্ত্র উদ্ধারের ঘটনায় শার্শা ও বেনাপোল থানায় পৃথক মামলা হয়েছে।

তিনি আরো বলেন, ছিনতাইকারী সুজনের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ)

মো. সালাহউদ্দিন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. তৌহিদুল ইসলাম,

অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) গোলাম রব্বানী শেখ, ডিবি ওসি সোমেন দাস প্রমুখ।

/ মোঃ জামাল হোসেন

https://shopnotelevision.wixsite.com/reporters
The Bangla Wall
http://shopno-tv.com/
https://shopnotelevision.wixsite.com/reporters
Shopno Television
Shopno Television
http://shopno-tv.com/

বেনাপোল (যশোর) করেসপনডেন্ট

Md. Jamal Hossain Mobile: 01713-025356 Email: jamalbpl@gmail.com Blood Group: Alternative Mobile No: Benapole ETV Correspondent

One thought on “ছিনতাই হওয়া ৮ লাখ টাকা ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *