সাতক্ষীরায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত -১
সাতক্ষীরায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত -১।
সাতক্ষীরার শ্যামনগরে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে আরাফাত মোল্লা (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
এই ঘটনায় আহত হয়েছেন প্রাইভেট কারে থাকা আরও ৪ জন যাত্রী।
বৃহস্পতিবার (৪ মার্চ) রাত ৭টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শওকতনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আরাফাত মোল্লা ঈশ্বরীপুর ইউনিয়নের গুমানতলীর নুরুল হক মোল্লার ছেলে।
ওপারে আটকে আছে ৫ হাজার পণ্যবাহী ট্রাক
এছাড়া আহতরা হলেন, একই গ্রামের নুরুল হুদার ছেলে হাসান (২৩), আবুল বাশারের ছেলে সাইফুল্লাহ (২৪),
নূর হোসেনের ছেলে রবিউল ইসলাম ও আরাফাতের ভগ্নিপতি ইব্রাহিম।
পারিবারিক সূত্র জানায়, বিকালে খেলাধূলা শেষে আরাফাত মোল্লা নিজেদের প্রাইভেট কার নিয়ে তার ভগ্নিপতি ও বন্ধুদের নিয়ে ঘুরতে বের হয়।
পথিমধ্যে শওকত নগরে প্রাইভেট কারটি গুমানতলী প্রাইমারি স্কুল এর সামনে পৌঁছালে মোড় ঘুড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চুনা নদীতে পড়ে যায়।
এসময় স্থানীয় এগিয়ে এসে তাদের উদ্ধার করে। তবে, ঘটনাস্থলেই চালক আরাফাত মোল্লার মৃত্যু হয়।
৭ মার্চ উপলক্ষে নড়াইল প্রশাসনের বিভিন্ন প্রতিযোগিতা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা. আব্দুর রাজ্জাক জানান,
হাসপাতালে আনার আগেই আরাফাত মোল্লাকে মৃত্যু হয়েছে।
সাতক্ষীরায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এছাড়া আহত চারজনের মধ্যে হাসানের অবস্থা আশংকাজনক হওয়ায়
তাকে সাতক্ষীরা মেডিকেল রেফার্ড করা হয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Pingback: শ্রীপুরে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে নির্মম নির্যাতন - দ্যা বাংলা ওয়াল