কাদের মির্জার বিরুদ্ধে মামলা নেয়নি পুলিশ
নোয়াখালী প্রতিনিধি : কাদের মির্জার বিরুদ্ধে মামলা নেয়নি পুলিশ।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশা চালক আলা উদ্দিনের হত্যার অভিযোগে
মেয়র আবদুল কাদের মির্জাকে প্রধান আসামি করে নিহতের ভাই মামলা দিলেও মামলা নেয়নি পুলিশ।
বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যার দিকে সিএনজিচালক আলা উদ্দিনের ভাই এমদাদ হোসেন বাদী হয়ে এই এজাহার দায়ের করেন।
মুগ্ধতা ছড়াচ্ছে সূর্যমুখীর হাসি
তবে নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন রাতে বলেন, মামলা রেকর্ড হয়নি। এজাহারে সমস্যা আছে।
ওনাকে বলা হয়েছে। পরে উনি ঠিক করে আনবেন বলেছেন।
এ মামলায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই কাদের মির্জাকে ১ নম্বর আসামি এবং তার ভাই সাহাদত হোসেন ও
কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান আটক
কাদের মির্জার বিরুদ্ধে মামলা ছেলে মির্জা মাশরুর কাদের তাশিকসহ ১৬৪ জনের নাম উল্লেখ করা হয়।
এদিকে স্থানীয়রা জানান, বসুরহাট পৌরসভা ভবনের সামনে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
বাদী আলা উদ্দিনের ভাই এমদাদ হোসেন রাতে বলেন, ‘এ বিষয়ে আগামীকাল (আজ শুক্রবার) আপনাদের জানানো হবে।

Pingback: সকল ক্রেতা ভোক্তাদের জন্য ক্যাব চট্টগ্রামের শুভেচ্ছা! - দ্যা বাংলা ওয়াল