কাল দেশব্যাপী বন্ধ থাকবে দোকান-পাট
কাল দেশব্যাপী বন্ধ থাকবে দোকান-পাট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালনসহ
বুধবার (১৭ মার্চ) দেশব্যাপী দোকান-পাট, শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
মঙ্গলবার (১৬ মার্চ) সংগঠনটির সভাপতি মো. হেলাল উদ্দিন ও মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া স্বক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মঙ্গলবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে দোকান মালিক সমিতির পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
পবিত্র হজে যাওয়ার জন্য করোনা টিকা নিতে হবে
এদিন সন্ধ্যায় সারাদেশের সব শপিংমলে দোয়া ও ১০০ মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।
কাল দেশব্যাপী বন্ধ থাকবে একইসঙ্গে ১৭ মার্চ সারাদেশে সব শপিংমল ও দোকান-পাট বন্ধ রাখা হবে।

Total Page Visits: 331 - Today Page Visits: 1
Pingback: ১৭ মার্চ সারাদেশে জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত - দ্যা বাংলা ওয়াল
Pingback: নড়াইলে বঙ্গবন্ধুর ১০১তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস - দ্যা বাংলা ওয়াল