শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় আহত-৬, পাল্টাপাল্টি মামলা
শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় আহত-৬, থানায় পাল্টাপাল্টি মামলা।
গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত হয়েছেন ছয় জন।
সোমবার (১৫ মার্চ) দুপুরে শ্রীপুরের তেলিহাটির টেপিরবাড়ী দেওচালা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় টেপিরবাড়ী দেওচালা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মিদৃলের স্ত্রী রিনারা পারভীন (৪০) বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযুক্তরা হলেন একই গ্রামের শাহাব উদ্দিনের ছেলে ফজলুল হক (৩২) ও মাইজু উদ্দিন (৪০), তাইজুদ্দিনের ছেলে হুমায়ন (২৫), উজ্জ্বল (২২) ,জসিম (২৮) এবং
মাইজুদ্দিনের ছেলে হৃদয়সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ কে আসামি করে অভিযোগ করেন।
অভিযোগ ও এলাকাবাসি সূত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে দু-পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে।
আজ জন্মেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
এরই জের ধরে সোমবার বিকেলে মিদুল মিয়া এমসি বাজার থেকে নিজ বাড়ীতে আসার সময় বাড়ীর সামনে প্রতিপক্ষের লোকের হামলায় গুরুতর আহত হন।
এ সময় প্রতিপক্ষের লোকেরা মিদুলের উপর হামলা করে তাকে প্রায় ২ ঘন্টা ঘরে বন্ধি করে রাখে।
পরে মিদুলের মেয়ে তাহমিনা ৯৯৯ ফোন দিলে থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য-কম্পেক্রে পাঠানো হয়।
অবস্থার অবনতি দেখে ডাক্তার তাকে গাজীপুর শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন ।
মিদুলের স্ত্রী রিনারা পারভীন বলেন, অভিযুক্তদের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটি বিরোধ চলছে।
তালার খলিলনগর ইউনিয়নের প্রণব ঘোষ বাবলু নৌকা প্রতীক
এরই জেরে মিদুল (আমার স্বামী) কে দেশীয় অস্ত্রদিয়ে এলোপাতাড়ি আঘাত করলে মাথাসহ সারা দেহে প্রচুর জখম, হয়।
তাছাড়া প্রতিপক্ষের লোকজন মোটর সাইকেলসহ বাসা বাড়ীতেও হামলা করে। আঘাতের ফলে প্রচুর রক্তপাত হয়েছে। এখন তার অবস্থা আশংখাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, জমি নিয়ে দুপক্ষের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সম্পের্কে তারা একে অন্যর আত্নীয়। নিজেধের মাঝে জমি নিয়েই বিরোধ সৃষ্টি হয়েছে।
শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় শ্রীপুর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, দুপক্ষই পাল্টাপাল্টি মামলা করেছে।
তবে ঘটনার সত্যতা পেয়ে প্রতিপক্ষের প্রথম আসামি ফজলুল হককে আটক করা হয়েছে ।
Pingback: শ্রীপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস - দ্যা বাংলা ওয়াল
Pingback: নানা আয়োজনে নওগাঁয় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন - দ্যা বাংলা ওয়াল