দেশব্যাপীআইন- আদালতশিরোনামসর্বশেষসব খবর

শ্রীপুরে কিশোরীকে হত্যার হুমকি দিয়ে গণধর্ষণের অভিযোগ

শ্রীপুরে পোশাক শ্রমিক কিশোরীকে হত্যার হুমকি দিয়ে গণধর্ষণের অভিযোগ।

গাজীপুরের শ্রীপুরে বান্ধবীর বাড়ীতে বেড়াতে এসে পোশাক শ্রমিক এক কিশোরীকে (১৬) হত্যার হুমকি দিয়ে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় কিশোরী বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

বৃহস্পতিবার মধ্য রাতে উপজেলার মাওনা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের মজনু মিয়ার ছেলে সুজন (২৪),

মাওনা উত্তরপাড়া গ্রামের সজল মাস্টারের বাড়ির কেয়ারটেকার দুলু মিয়া (৪৫) ও বাবুল (৪৮) এবং তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মুন্না মিয়া (২২)।

পাখিদের রক্ষায় গাছে গাছে বাঁশের তৈরি কৃত্রিম হাড়ি স্থাপন

এদের মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার এজাহারে জানা যায়, মাওনা উত্তর পাড়া এলাকার একটি বাড়ীতে পোশাক শ্রমিক কিশোরীর বান্ধবী ভাড়া থাকে।

বৃহস্পতিবার সন্ধ্যার পর ওই কিশোরী ময়মনসিংহের ভালুকা থেকে তার বান্ধবীর বাসায় বেড়াতে আসে।

রাত আনুমানিক ২টায় বাড়ীর কেয়ারটেকার দুলু ও বাবুল কিশোরীকে জোরপূর্বক বান্ধবীর ঘর থেকে বের করে পাশের একটি কক্ষে আটকে রাখেন।

সেখানে তাদের দুই সহযোগী সুজন ও মুন্না কিশোরীকে হত্যার হুমকি দিয়ে পালাক্রমে ধর্ষণ করেন।

শ্রীপুরে কিশোরীকে দল বেঁধে ধর্ষণ, আটক- ২

কিশোরী জানায়, অভিযুক্তরা তার বান্ধবীর ঘর থেকে প্রায় দেড় লাখ টাকার স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনও লুটে নেয়।

শ্রীপুরে কিশোরীকে হত্যার হুমকি শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন,

কিশোরীকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

অভিযুক্তদের মধ্য সুজন ও বাবুলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

তাদের সহযোগী অপর দু’জনকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

/ শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

https://shopnotelevision.wixsite.com/reporters
The Bangla Wall
http://shopno-tv.com/
https://shopnotelevision.wixsite.com/reporters
Shopno Television
Shopno Television
http://shopno-tv.com/

শ্রীপুর (গাজীপুর) করেসপনডেন্ট

# 43 Ataur Rahman SHOHEL E-mail: ataur.sohel88@gmail.com Cell: 01915218424, 01616351565 Education: B. Sc Name: Ataur Rahman SHOHEL Father’s Name: Md. yaiz Uddin Mother’s Name: Mst. Suria akter Permanent: Vill. & PO- Mawna, PS-Sreepur, Dist. Gazipur-1740 DOB: 26-01-1992 Blood Group: B+ National ID No.: 9113438932

2 thoughts on “শ্রীপুরে কিশোরীকে হত্যার হুমকি দিয়ে গণধর্ষণের অভিযোগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *