নিরাপত্তার চাদরে ঢাকা গোটা সাতক্ষীরা
নিরাপত্তার চাদরে ঢাকা গোটা সাতক্ষীরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে ঘিরে নিরাপত্তার চাঁদরে ঢাকা হয়েছে গোটা সাতক্ষীরা।
আগামি ২৭ মার্চ নরেন্দ্র মোদী সাতক্ষীরার শ্যামনগরের ইশ্বরীপুর যশেরেশ্বরী কালি মন্দিরে পুজা দিতে আসছেন।
তার আগমনকে ঘিরে আইনশৃখংলা বাহিনীর সদস্যদের টহল জোরদার করা হয়েছে।
ভারতীয় প্রধানমন্ত্রীকে বরন করতে অধির আগ্রহে অপেক্ষা করছেন সাতক্ষীরা বাসী।
তার আগমনকে ঘিরে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিরাজ করছে এক ধরনের উৎসবের আমেজ।
তবে, তার সফরটি খুবই সংক্ষিপ্ত হলেও আয়োজনে কোনো ঘাটতি রাখেননি জেলা প্রশাসন।
ইতিমধ্যে তারা সেখানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। হ্যালিপ্যাড থেকে যশোরেশ্বরী কালিমন্দির পর্যন্ত সাজানো হয়েছে নান্দনিকভাবে।
বেনাপোলে উন্নত ও নিরাপদ স্যানিটেশন সেবা উদ্বোধন
সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল জানান, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষ্যে
ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে ঘিরে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
হ্যালিপ্যাড থেকে যশোরেশ্বরী কালিমন্দির পর্যন্ত সড়কের দুই ধারে নান্দনিকভাবে সৌন্দর্য বর্ধন করা হয়েছে।
যা ভারতীয় প্রধানমন্ত্রীর দেখে খুবই ভাল লাগবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
এছাড়া যশোরেশ্বরী কালীমন্দিরসহ সংস্কার করা হয়েছে কালিমন্দির সংলগ্ন সড়ক। নির্মাণ করা হয়েছে ৪ টি হ্যালিপ্যাড।
তিনি বলেন, ভারতীয় প্রধান মন্ত্রীর বিশ্রামের বিষয়টিও মাথায় রেখে স্থানীয় ভুমি অফিসকেও সাজানো হচ্ছে নতুন আঙ্গিকে।
তালায় প্রতীক পেয়েই গণসংযোগ শুরু জাপা নেতার
নরেন্দ্র মোদী আগামী ২৭ মার্চ সকাল ৯টা ৪৫ মিনিটে শ্যামনগর এ.সোবাহান মাধ্যমিক বিদ্যালয় মাঠে নবনির্মিত হ্যালিপ্যাডে
বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে অবতরন করবেন।
নিরাপত্তার চাদরে ঢাকা এরপর তিনি সকাল ৯ টা ৫০ মিনিটে যশোরেশ্বরী দেবি মন্দির পূজা দেয়ার জন্য প্রবেশ করবেন।
সেখানে তিনি মাত্র ২০ মিনিট থাকার পর ১০ টা ১০ মিনিটে মন্দির ত্যাগ করবেন।
এরপর তিনি ১০ টা ১৫ মিনিটে হ্যালিকাপ্টার যোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওয়ানা হবেন।
সেখানে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ পরিদর্শন ও পুষ্পস্তবক অর্পণ করবেন।

Pingback: নড়াইলে মহান স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও জাতীয় দিবস পালিত - দ্যা বাংলা ওয়াল
Pingback: জন্মশতবার্ষিকীতে বেনাপোলে জমকালো ‘রিট্রিট সিরিমনি’ - দ্যা বাংলা ওয়াল