নড়াইলে মাদক মামলায় নারীকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ
নড়াইলে মাদক মামলায় নারীকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ।
নড়াইলে ফেনসিডিল মামলায় এক মাদক কারবারিকে আমৃত যাবজ্জীবন কারাদন্ডাদেশ ও এক লাখ টাকা জরিমানা,
অনাদায়ে আরও এক বছরের কারাদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৯ মার্চ) সকাল ১০ টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন।
মাধবপুরে ৬৩ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৬ জুলাই সদর থানা এলাকা থেকে ৩২ বোতল ফেনসিডিলসহ শেফালিকে গ্রেফতার করে
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শেফালি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার জাবুসাপাড়ার তক্কেল ফকিরের মেয়ে।
এদিকে, মাদকের অপর মামলায় কাওছার আক্তার জেরিনকে (২৪) পাঁচ বছরের কারাদন্ডাদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা,
অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।
নড়াইল আদালতে মানহানী মামলায় গয়েশ্বর জামিন পেয়েছেন
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১ অক্টোবর দুই হাজার পিস ইয়াবাসহ নড়াইল সদর উপজেলা পাইকমারি গ্রাম থেকে
জেরিনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। জেরিন চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার পূর্বদোজারী গ্রামের নূরুল ইসলামের মেয়ে।
তবে রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।

Pingback: নড়াইলে শেষ হলো মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ - দ্যা বাংলা ওয়াল