দেশের উত্তারঞ্চলে পুরুষদের জন্য বিউটিফিকেশন ষ্টুডিও
রংপুর অফিসঃ রুপ এবং ত্বকের যতে্ন নারীদের পাশাপাশি দেশের উত্তারঞ্চলে তিন সফল উদ্যোক্তা এই প্রথম পুরুষদের জন্য
ব্যক্তিগত উদ্যোগে রংপুরে গড়ে তুলেছেন আন্তর্জাতিক পাঁচ তারকা মানের জেন্স বিউটিফিকেশন ষ্টুডিও নামের একটি প্রতিষ্ঠান।
সোমবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক মোঃ আসিব আহসান।
আশাশুনিতে নদীর বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত
এসময় অন্যান্যের মধ্যে রংপুর মেট্রোপলিটনের ডিসি হেড কোয়াটার মহিদুল ইসলাম, রংপুর চেম্বারের ভাইস প্রেসিডেন্ট মঞ্জুর হোসেন আজাদ,
বৃটিশ-পর্তুগীজ চেম্বার অব কমার্সেও সাধারণ সদস্য তানভীর আহম্মেদ তুষার এবং সঙ্গীতশিল্পী অন্তর রহমানসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
নওগাঁয় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ
উপার্জনসহ নানা কাজে বিভিন্ন প্রকিুলতা কাটিয়ে দিনের বেশীরভাগ সময় ঘরের বাইওে থাকতে হয় পুরুষদের,
তাই নারীদের পাশাপাশি পুরুষদেরও ত্বকের বাড়তি যতে অনেকটা স্বল্পমূল্যে আন্তর্জাতিক সেবা প্রদান আর সেই সাথে
দেশের উত্তারঞ্চলে পুরুষদের জন্য এখানে কর্মসংস্থানের সুযোগ তৈরী হব বলে আশাবাদ সোহেল আহমেদ, আসিফ যোয়ার্দার মিলার এবং
লুইস আহমেদ সফল এই তিন উদ্যোক্তার।

Pingback: ভারত ফেরত যাত্রীদের আবারো থাকতে হবে কোয়ারেন্টাইনে - দ্যা বাংলা ওয়াল