চারঘাটে নবনির্বাচিত পৌর মেয়র একরামুল হকের দ্বায়িত্ব গ্রহন
চারঘাটে নবনির্বাচিত পৌর মেয়র একরামুল হকের দ্বায়িত্ব গ্রহন।
চারঘাট পৌরসভার নবনির্বাচিত মেয়র একরামুল হক দ্বায়িত্বভার গ্রহন করলেন।
বুধবার সকালে চারঘাট পৌরসভায় তার নিজ কার্যালয়ে মেয়র হিসেবে তার প্রথম কার্য পরিচালনা করেন।
শুরুতে মেয়র পৌরসভার বিভিন্ন দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন এবং
নগরায়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য সেবায় নিয়োজিত সকলকে পরামর্শ প্রদান করেন।
বিচারক-আইনজীবীদের সাদা ড্রেস ও কালো টাই পরার নির্দেশ
এসময় উপস্থিত ছিলেন, সচিব মুহাম্মদ রবিউল হক, সহকারী প্রকৌশলী পৌর আওয়ামীলীগ সভাপতি সাজ্জাদ হোসেন,
উপজেলা ছাত্রলীগ সভাপতি আল মামুন তুষার, ৫নং ওয়ার্ড কমিশনার আজমল হোসেন মতি, ৪নং ওয়ার্ড কমিশনার মো: আমির হোসেন,
সংরক্ষিত মহিলা কমিশনার ফিরোজা বেগম।
উল্লেখ্য যে, গত ২৯শে মার্চ সোমবার দুপুরে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের পৌরসভা চত্বরে এই অভিষেক ও দ্বায়িত্বগ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
চারঘাটে পরিচ্ছন্নতা কর্মীদের করনীয় বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নবনির্বাচিত পৌর মেয়র একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম এমপি।
চারঘাটে নবনির্বাচিত পৌর মেয়র একরামুল হক বলেন, ১ম কর্মদিবসে ১ম শ্রেনীর এই পৌরসভার নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে
করোনীয় কাজগুলো নিয়ে পৌরসভা কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিয় করেছি।
সর্বোচ্চ নাগরিক সুবিধা নগরবাসীর দ্বারপ্রান্তে পৌছে দেয়ার জন্য সকলের সহযোগীতায় নিষ্ঠার সাথে কাজ করতে পারবেন বলে তিনি আশা করছেন।

Pingback: সাতক্ষীরায় গৃহবধূকে নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ - দ্যা বাংলা ওয়াল